আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগার ৬০তম আসর। এই আসরকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বাভারিয়ানরা। গত আসরে লিগ শিরোপা ও ডিএফএল সুপার কাপ ঘরে তুলেছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে।
বুন্দেসলিগায় নিজেদের ৩২তম ও টানা ১১তম শিরোপা ঘরে তুলতে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার প্রত্যাশা নিয়ে পরের মৌসুমের জন্য ট্রান্সফার মার্কেটে নতুন নতুন প্লেয়ারেকে দলে ভেড়াচ্ছে জুলিয়ান নাগেল্সমেনের নেতৃত্বে থাকা দলটি। এর মধ্যে বায়ার্ন মিউনিখের উল্লেখযোগ্য সাইনিংগুলো দেখে নেওয়া যাক।
সাদিও মানে : এবারের ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় সাইনিংগুলোর একটি হচ্ছে সাদিও মানে। ৩২ মিলিয়ন ইউরো ও ৯ মিলিয়ন ইউরো এ্যাড অন্সে লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন এই সেনেগাল তারকা। বায়ার্নের সাথে তার চুক্তি হয়েছে ৩ বছরের অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত। এসময় বায়ার্ন মিউনিখে প্রতি বছরে সাদিও মানের আয় হবে ১৩.৮ মিলিয়ন ইউরো যেখানে লিভারপুলে প্রতি বছরে তার আয় ছিল ৬.১২ মিলিয়ন ইউরো। এর আগে লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে ১২০ গোল ও ৪৮ অ্যাসিস্ট রয়েছে তার। অলরেডসদের হয়ে জিতেছেন মোট ৬টি শিরোপা। এবারের বায়ার্ন মিউনিখের হয়ে এক নতুন অধ্যায় শুরুর আশায় সাদিও মানে।
রায়ান গ্রাভেনবার্চ : আয়াক্স থেকে ২০ মিলিয়ন ইউরো ও ৫ মিলিয়ন ইউরো এ্যাড অন্সে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের রায়ান গ্রাভেনবার্চ। আয়াক্সের সাথে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু, তিনি এর আগেই আয়াক্সের সাথে তার চুক্তির মেয়াদ না বাড়ালে বায়ার্ন মিউনিখ তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। বায়ার্নের সাথে গ্রাভেনবার্চের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
নোসাইর মাজরো : আয়াক্স থেকে ফ্রি ট্রান্সফারে ডিফেন্ডার কোটায় নোসাইর মাজরোকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের সাথে এই মরক্কোর ডিফেন্ডারের চুক্তি হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। আয়াক্সে তার অসাধারণ পার্ফম্যান্সের উপর ভিত্তি করে নিকলাস সুলের পরিবর্তন হিসেবে এই তরুণকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
এসব ট্রান্সফারের সাথে বায়ার্ন মিউনিখ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন নিকলাস সুলে। এছাড়াও, দল ছাড়ার সম্ভাবনা রয়েছে রবার্ট লেওয়ানডস্কির।