সুজন

এপ্রিলে নিশ্চিত শ্রীলঙ্কা সফর । দুই টেস্ট হবে একই ভেন্যুতে!

আগামী এপ্রিলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে উড়াল দিবে টাইগাররা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

তিনি আর জানান, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট শ্রীলঙ্কার সাথে হওয়ার কথা থাকলেও তারা দুটি টেস্ট আয়োজনে রাজি হয়েছে। 

সাংবাদিকদের প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের সাথে লঙ্কান ক্রিকেট বোর্ডের যোগাযোগ হচ্ছে। তিনটা টেস্ট হবার কথা থাকলেও এখন পর্যন্ত দুটি টেস্ট চূড়ান্ত হয়েছে। দুটি ম্যাচই এক ভেন্যুতেই হবে। আশা করছি ২০ এপ্রিলের মধ্যে তামিম ইকবালের দল সফরে রওনা দিবে। ভেন্যু স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট বোর্ড ঘোষণা করবে।’

এর আগে করোনা মহামারিতে নানা রকম বিধি নিষেধের কারনে শ্রীলঙ্কা সফরের কথা থাকলে যায় নি বাংলাদেশ।  সুজন বলেন, ‘শ্রীলঙ্কার করোনা পরিস্থিতির আগের থেকে অনেক ভালো হয়েছে। এরমধ্যে ইংল্যান্ড দল সফর করেছে। তাদের মতো একই ধরনের গাইডলাইন আমাদের ক্ষেত্রেও থাকবে। ‘


করোনা মহামারির কারনে গত এক বছরে বিশ্বক্রিকেটে অনেক উত্থান-পতন ঘটেছে। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও বঞ্চিত হয়েছে অনেক ম্যাচ থেকে। সুজন আরো বলেন, ‘২০২৩ সাল পর্যন্ত তো সূচি করাই আছে। এরপর পরবর্তি সার্কেল শুরু হবার কথা রয়েছে। ২০২৩ এর পর সদস্য দেশগুলো মিলে আমরা চেষ্টা করছি পরবর্তী ৪ বা ৮ বছরের সূচি করার।’

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top