সৌদি আরবের ফুটবল ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ রোশান সৌদি প্রোফেশনাল লিগ (আর.এস.এল)। সদ্য সমাপ্ত মৌসুমে ১৬টি দল অংশগ্রহণ করলেও আগামী ২০২৩-২০২৪ মৌসুম হতে সৌদি লিগে মোট ১৮টি দল অংশগ্রহণ করবে।
তন্মধ্যে, লিগের ৪টি দলই হলো রাষ্ট্রীয় মালিকানাধীন। দলগুলো হলো : আল নাসের, আল হিলাল, আল আহলি এবং বর্তমান লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।
সৌদি লিগকে উন্নত করতে, জনপ্রিয়তার শীর্ষে নিতে এবং দর্শক সমাগম বাড়ানোর জন্য নামকরা সব খেলোয়াড়দেরকে কোটি কোটি টাকার বিনিময়ে দলে নিচ্ছে ক্লাবগুলো। যার প্রথমটা শুরু হয়েছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে।
রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই যেন সৌদি লিগকে জানতে শুরু করেছে ফুটবল ফ্যান্সরা। য়ার ধারাবাহিকতায় আরও তারকা খেলোয়াড়দেরকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল সৌদি ক্লাবগুলো।
নতুন মৌসুমের জন্য আর্জেনটিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং একবারের ব্যালন ডি’অর জয়ী ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচকে সৌদি লিগে যোগ দেওয়ার জন্য অফার দেওয়া হলেও তা প্রত্যাখান করেন এই দুই তারকা।
Table of Contents
আল ইত্তিহাদের দুই ফরাসি তারকার সাইনিং
রোনালদোর পর এবার তারই দেখানো পথে সৌদি লিগে সাবেক রিয়াল সতীর্থ করিম বেনজেমা। প্রতিবছরে ২০০ মিলিয়ন ইউরোতে ২০২৫ সালের জুন পর্যন্ত বর্তমান সৌদি লিগ জয়ী দল আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা।
বেনজেমার সাথে তার জাতীয় দলের সঙ্গী মিডফিল্ডার এনগোলো কন্তেকে দল ভিড়িয়েছে আল ইত্তিহাদ। প্রতি মৌসুমে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আগামী চার মৌসুমে ১০০ মিলিয়ন ইউরোতে ২০২৭ সাল পর্যন্ত ইত্তিহাদে থাকবেন কন্তে।
আল নাসেরে যোগ দিচ্ছেন হাকিম জিয়েক
পর্তুগিজ সুপারস্টার রোনালদোর পর মরক্কোন তারকা হাকিম জিয়েককে দলে নিয়েছে আল নাসের। জুন ২০২৬ পর্যন্ত সৌদি ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হলেন জিয়েক।
রোনালদোর জাতীয় দলের সতীর্থ খেলোয়াড় উইলিয়াম কার্ভালহোও নতুন মৌসুম শুরুর আগে নাসেরে যোগ দিতে পারেন এমন গুঞ্জনও রয়েছে।
আল আহলিতে যাচ্ছেন এডুয়ার্ডো মেন্ডি
হাকিম জিয়েকের পর সাবেক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী গোলকিপার এডুয়ার্ডো মেন্ডিকে বিদায় দিয়েছে চেলসি। যার ফলে মেন্ডির নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি ক্লাব আল আহলি।
আল হিলালে কালিদো কুলিবালি ও নেভেস
চেলসি থেকে সেনেগাল জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার কালিদো কুলিবালির আল হিলালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব খ্যাত গণমাধ্যমগুলো।
কুলিবালির পাশাপাশি প্রিমিয়ার লিগের দল উলভসের হয়ে খেলা রুবেন নেভেসকে ৫৫ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে নীল জার্সি ধারীরা।
অন্যান্য খেলোয়াড়দের সৌদি ক্লাবগুলোতে যোগ দেওয়ার গুঞ্জন
নতুন মৌসুম শুরুর আগে দর্শকদের চমক দিয়ে ইউরোপ সেরা আরও অনেক তারকা ফুটবলারদের দলে নিতে আগ্রহী রাষ্ট্রীয় মালিকানাধীন ক্লাবগুলো।
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র, ম্যানচেস্টার সিটির হয়ে সম্প্রতি ট্রেবল জেতা বেরনার্দো সিলভা এবং বার্সা ডিফেন্ডার জোর্ডি আলভাসহ আরো অনেককে দলে আনতে আগ্রহী সৌদি ক্লাবগুলো।
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে সৌদির নাম প্রত্যাহার
ইউরোপের নামকরা সব ক্লাবে খেলা এসব তারকা খেলোয়াড়দেরকে দলে নিতে সৌদি ক্লাবগুলো মনোযোগী হতে চাই।
মাঠ দাপানো এসব তারকা প্লেয়ারদেরকে দলে নিতে সামনের সময়ে আরও কোটি কোটি টাকা খরচ করতে রাজি এসব ক্লাবগুলো।
এর প্রভাব পড়তে পারে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনে। ২০৩০ সালে হতে যাওয়া “দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ”-এর ২৪তম আসরের আয়োজক হতে আগ্রহী ছিল সৌদি আরব, গ্রীস এবং মিশর।
কিন্তু, খেলোয়াড়দের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার জন্য ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশের তালিকা থেকে সরে এসেছে সৌদি আরব।