স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জয় লাভ করেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই দলের একাদশঃ
বাংলাদেশ- ১) লিটন দাস, ২) সৌম্য সরকার, ৩) সাকিব আল হাসান, ৪) মুশফিকুর রহিম, ৫) মাহমুদউল্লাহ রিয়াদ, ৬) আফিফ হোসেন ধ্রুব, ৭) নুরুল হাসান সোহান, ৮) মেহেদি হাসান, ৯) মোহাম্মদ সাইফউদ্দিন, ১০) তাসকিন আহমেদ এবং ১১) মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড- ১) জর্জ মুন্সী, ২) কাইল কোয়েটজার, ৩) ম্যাথু ক্রস, ৪) রিচি বেরিংটন, ৫) কলাম ম্যাকলওয়েড, ৬) মিচেল লিস্ক, ৭) ক্রিস গ্রিভস, ৮) মার্ক ওয়াট, ৯) জস ডেভি, ১০) সাফয়ান শারিফ এবং ১১) ব্র্যাডলি হোয়াইল।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com