বিশ্বকাপ টি-টোয়েন্টির বাছাইপর্বে ১৭ সেপ্টেম্বর (রবিবার) স্কটল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। তাদের প্রধান কোচ শেন বার্জার মাঠের লড়াইয়ে নামার আগেই হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিলেন প্রস্তুত তারা।
বিশ্বকাপ মিশনের আগে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে টাইগাররা। এর আগে জিম্বাবুয়েতেও সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই বলা যায় যে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের মোকাবেলা করবে স্কটল্যান্ড।
টাইগারদের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্কটল্যান্ডের কোচ। বার্জার বলেন, ‘আমরা তাদের ভাল্ভাবেই জানি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা সাজিয়েছি। আমাদের বিশ্বাস আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করবো। আমরা তাদের শিবিরে ভাঙ্গন ধরাতে যাচ্ছি।’
স্কটল্যান্ড প্রধান কোচ আরও বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো দল। তারা দক্ষতা আছে এবং তাদের খেলায় গতিও আছে। তাদের স্পিন শক্তি খুবই বৈচিত্রপূর্ণ এবং বিভিন্ন কন্ডিশনে চাপ সামলানোর মতো সামর্থ্য তাদের আছে।’
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com