স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ২৩ মে থেকে শুরু হতে যাচ্ছে। তবে জাতীয় দলের দুই পেসার চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত।
এই দুই পেসার হলেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন। টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা সিরিজে তাদের অংশগ্রহণের তেমন সম্ভাবনা নেই। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দল থেকেও বাদ পড়বেন তারা।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই রুবেল চোট অনুভব করেন। তাই ঈদের আগে বেশ কয়েক দিন ওয়ানডে স্কোয়াডের সদস্যরা ব্যাট-বল, ফিল্ডিংয়ে ঘাম ঝরালেও অনুশীলনে একদিনও যোগ দিতে পারেননি রুবেল হোসেন।
অন্যদিকে হাসান মাহমুদ পিঠের চোটে অনেক আগে থেকেই ভুগছেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তাকে খেলানো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। স্কোয়াডে বেশ কয়েকজন পেসার থাকায় রুবেলের মত হাসান মাহমুদকেও রাখা হচ্ছে স্কোয়াডের বাইরে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com