কাতার বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গতকাল রাত ১:০০ টায় লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।
অন্যদিকে, ১২তম বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করা সার্বিয়া মাঠে নামে ব্রাজিলের বিপক্ষে ভালো কিছু করতে। এর আগে ব্রাজিল ও সার্বিয়া পরস্পর ২ বার মুখোমুখি হলেও একটিতেও জয়ের দেখা পায়নি আলেক্সান্ডার মিত্রভিচের দল।
১ম হাফ: ম্যাচের প্রথম থেকেই ব্রাজিলের সাথে সমান তালে লড়াই করতে থাকে সার্বিয়ার প্লেয়াররা। প্রথমার্ধে দুই দলেরই বল পজেশন ছিল প্রায় সমান। এর মধ্যে ব্রাজিল ভালো কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।
অন্যদিকে, বল দখলে ব্রাজিলকে ভালো টক্কর দিলেও ব্রাজিলের গোলে কোনো ভালো শটই নিতে পারেনি দ্যা ঈগলরা। ফলে, প্রথমার্ধ শেষে উভয় দল গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে যায়।
২য় হাফ: দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করতে মুখিয়ে ছিল উভয় দল। ৫১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের ফ্রি কিকটি কর্নার কিকে পরিণত হলে ম্যাচে এগিয়ে যাওয়া হয়নি সেলেসাউদের। ৫৮ মিনিটে এ্যালেক্স সান্দ্রোর নেওয়া শটটি বারে লেগে ফিরে এলে আবারও গোল বঞ্চিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর ঠিক ৫ মিনিট পরই ব্রাজিলের হয়ে স্কোর শীটে নাম লেখান রিচার্লিসন। ৭৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে অসাধারণ এক বাইসাইকেল কিকে জোড়া গোল পূর্ণ করেন এই টটেনহাম হটস্পার তারকা।
এরপর ব্রাজিল আরও কিছু সুন্দর আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি। অন্যদিকে, প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও নিষ্প্রাণ ছিল সার্বিয়ার আক্রমণভাগ। যার ফলে, শেষ পর্যন্ত সার্বিয়াও আর কোনো গোলের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতে শিষ্যরা।