আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। পেসার শরিফুল ইসলাম বাংলাদেশ দলে এবার নতুন মুখ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেস বোলার এর আগে ১টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেললেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও কোন ওয়ানডে ম্যাচ খেলেন নি।
এছাড়াও দলে ফিরেছেন সাকিব আল হাসান, তবে প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের দলে জায়গা পায় নি বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের সাথে রাখা হয়েছে নাঈম শেখ, শহিদুল ইসলাম, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব কে।
চোটগ্রস্ত থাকার কারণে স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাছাড়া স্কোয়াডে জায়গা পান নি নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৩, ২৫ ও ২৮ মে। দুপুর ১টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডঃ
১) তামিম ইকবাল (অধিনায়ক), ২) লিটন দাস, ৩) সাকিব আল হাসান, ৪) মুশফিকুর রহিম, ৫) মোহাম্মদ মিঠুন, ৬) মাহমুদউল্লাহ, ৭) আফিফ হোসেন, ৮) মেহেদী হাসান মিরাজ, ৯) মোহাম্মদ সাইফউদ্দিন, ১০) তাসকিন আহমেদ, ১১) মুস্তাফিজুর রহমান, ১২) সৌম্য সরকার, ১৩) মোসাদ্দেক হোসেন, ১৪) শেখ মেহেদী হাসান ও ১৫) শরিফুল ইসলাম।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com