আইপিএলের ১৫তম আসর

আইপিএল মেগা অকশ্যানের তালিকায় জায়গা পেয়েছেন ৯ বাংলাদেশি!

আগামী ২৭ মার্চ ২০২২ থেকে শুরু হতে পারে আইপিএলের ১৫তম আসর। ১৫তম আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে ১০টি দল। এই ১০টি দল নিয়ে আগামী মাসের ১২ এবং ১৩ তারিখ বেঙ্গালুরুতে হতে যাচ্ছে আইপিএল ২০২২ এর মেগা অকশ্যান। 

মেগা অকশ্যানের তালিকায় আছে ভারতের ৮৯৬ জন খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় আছেন ৩১৮ জন। দেশি বিদেশি খেলোয়াড়দের মিলে মোট ১২১৪ জন খেলোয়াড় মেগা অকশ্যানের তালিকায় জায়গা পেয়েছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ জন খেলোয়াড় অস্ট্রেলিয়া থেকে তালিকায় জায়গা পেয়েছেন। 

আইপিএল ২০২২ মেগা অকশ্যানে ১০ দল জানুন বিস্তারিত!

এছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪১ জন, শ্রীলঙ্কা থেকে ৩৬ জন, ইংল্যান্ড থেকে ৩০ জন, নিউজিল্যান্ড থেকে ২৯ জন, আফগানিস্তান থেকে ২০ জন, নেপাল থেকে ১৫ জন, যুক্তরাষ্ট্র থেকে ১৪ জন, নামিবিয়ার ৫ জন, আয়ারল্যান্ড ও ওমানের ৩ জন, জিম্বাবুয়ের ২ জন এবং ভূটান, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আরব আমিরাত থেকে ১ জন করে খেলোয়াড় অকশ্যানে জায়গা পেয়েছেন। 

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানসহ মোট ৯ জন খেলোয়াড় মেগা অকশ্যানের তালিকায় স্থান করে নিয়েছেন। সাকিব, মোস্তাফিজ ছাড়া তালিকায় জায়গা পাওয়া বাকি বাংলাদেশিদের নাম এখনো প্রকাশ করা হয়নি। 

আইপিএল ২০২২ এর মেগা অকশ্যানে নাম দেননি ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জফরা আর্চার এবং স্যাম কারানের মতো কয়েকজন নামকরা খেলোয়াড়।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top