আইপিএল নিলাম

আইপিএল মেগা অকশ্যানের প্রথম দিনের সব খবর!

আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে পারে ১০ দল নিয়ে আইপিএলের ১৫তম আসর। এর আগে ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে ১০ দলের মেগা অকশ্যান হওয়ার কথা। এরই মধ্যে শেষ হয়েছে মেগা অকশ্যানের প্রথম দিন। 

প্রথম দিনের অকশ্যানে অবিক্রীত বাংলাদেশের সাকিব আল হাসান। সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  আইপিএলের ১০ দলের মধ্যে কোনো দলই সাকিব আল হাসানকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। 

কিন্তু, মেগা অকশ্যানে দল পেয়েছেন আরেক বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে এই কাটার মাস্টারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়াও, স্টিভেন স্মিথ, ডেভিড মিলার, সন্দ্বীপ লামিচানে, ম্যাথিউ ওয়েড, স্যাম বিলিংস এবং মোহাম্মদ নবির মতো নামি দামি অনেক খেলোয়াড়ও এই মেগা অকশ্যানের প্রথম দিনে কোনো দলেই জায়গা পাননি। 

মেগা অকশ্যানের প্রথম দিনে জায়গা পাওয়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছে :- ডেভিড ওয়ারনার, ট্রেন্ট বোল্ট, প্যাট কমিন্স, কাগিসো রাবাডা, ফাফ ডু প্লেসিস কুইন্টন ডি কক, মিচেল মার্শ, জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো খেলোয়াড়েরা। মেগা অকশ্যান দল পাওয়া দেশি খেলোয়াড়দের মধ্যে কয়েকজন হলেন :- রবিচন্দ্রন অশ্বিন, হার্শাল পাটেল, ওয়াশিংটন সুন্দর, অম্বাটি রায়ডু, ক্রুনার পান্ডিয়া, ইশান কিশান, দিনেশ কার্তিক মনিশ পান্ডে এবং দেবদূত পাডিক্কালের মতো মাঠ মাতানো খেলোয়াড়েরা।

চেন্নাই সুপার কিংস :

মেগা অকশ্যানের আগে চেন্নাই সুপার কিংস ১৪তম আসরে খেলা খেলোয়াড়দের মধ্যে ৩ জন দেশি এবং ১ জন বিদেশিসহ মোট ৪ জন খেলোয়াড়কে রিটেইন করেছে। তারা হলেন – মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কেওয়াদ এবং মঈন আলি। মেগা অকশ্যানের প্রথম দিনে চেন্নাইয়ের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. অম্বাটি রায়ডু (৬.৭৫ কোটি), ২. রবিন উত্থাপা (২ কোটি), ৩. দিপাক চাহার (১৪ কোটি), ৪. ডোয়েন ব্রাভো (৪.৪০ কোটি) [ওয়েস্ট ইন্ডিজ], ৫. তুষার দেশপান্ডে (২০ লাখ), ৬. কে.এম আসিফ (২০ লাখ)

কলকাতা নাইট রাইডার্স :

মেগা অকশ্যানের আগে কলকাতা নাইট রাইডার্স ১৪তম আসরে কলকাতার দলে খেলা খেলোয়াড়দের মধ্যে ২ জন দেশি এবং ২ জন বিদেশি খেলোয়াড়কে রিটেইন করেছে। তারা হলেন – ভেঙ্কেটেশ আইয়ার, বরুন চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনিল নারিন। মেগা অকশ্যানের প্রথম দিনে কলকাতা দলে নিয়েছে :-

১. শ্রেয়াস আইয়ার (১২.২৫ কোটি) ২.প্যাট কমিন্স (৭.২৫ কোটি) [অস্ট্রেলিয়া] ৩. নিতিশ রানা (৮ কোটি) ৪. শিভম মাবি (৭.২৫ কোটি) ৫. শেলডন জ্যাকসন (৬০ লাখ)

মুম্বাই ইন্ডিয়ান্স :

মুম্বাই ইন্ডিয়ান্স মেগা অকশ্যানের আগে দেশি খেলোয়াড়দের মধ্যে তাদের দলের অধিনায়ক রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, জসপ্রিত বুমরাহ এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে দলে রিটেইন করেছে। মেগা অকশ্যানের প্রথম দিনে মুম্বাইয়ের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. ইশান কিশান (১৫.২৫ কোটি) ২. ডিওয়াল্ড ব্রাভিস (৩ কোটি) [সাউথ আফ্রিকা] ৩. মুরুগান অশ্বিন (১.৬০ কোটি)

রাজস্থান রয়্যালস :

রাজস্থান রয়্যালস মেগা অকশ্যানের আগে দুই দেশি খেলোয়াড় সানজু স্যামসন, ইয়াশাসভি জয়সওয়াল এবং বিদেশি খেলোয়াড় জস বাটলারকে দলে রিটেইন করে। মেগা অকশ্যানের প্রথম দিনে রাজস্থানের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি) ২. ট্রেন্ট বোল্ট (৮ কোটি) [নিউজিল্যান্ড] ৩. শিমরন হেটমায়ার (৮.৫ কোটি) [ওয়েস্ট ইন্ডিজ] ৪. দেবদূত পাডিক্কাল (৭.৭৫ কোটি) ৫. প্রসিধ কৃষ্ণা (১০ কোটি) ৬. যুজবেন্দ্র চাহাল (৬.৫০ কোটি) ৭. রিয়ান পরাগ (৩.৮০ কোটি)

দিল্লি ক্যাপিটালস :

মেগা অকশ্যানের আগে দিল্লি ক্যাপিটালস তিন দেশি এবং এক বিদেশি খেলোয়াড়কে দলে রিটেইন করে। তারা হলেন – রিশাব পান্ত, পৃথ্বী শ, আক্সার পাটেল এবং আনরিচ নোর্কিয়া। মেগা অকশ্যানের প্রথম দিনে দিল্লি ক্যাপিট্যালসের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. কুলদ্বীপ যাদব (২ কোটি) ২. কামলেশ নাগারকোট্টি (১.১০ কোটি) ৩. কে.এস ভারত (২ কোটি) ৪. মোস্তাফিজুর রহমান (২ কোটি) [বাংলাদেশ] ৫. শার্দুল ঠাকুর (১০ কোটি) ৬. মিচেল মার্শ (৬.৫০ কোটি) [অস্ট্রেলিয়া] ৭. ডেভিড ওয়ারনার (৬.২৫ কোটি) [অস্ট্রেলিয়া]

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :

বেঙ্গালুরু মেগা অকশ্যানের আগে দেশি খেলোয়াড়দের মধ্যে ভিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ এবং বিদেশি একজন গ্লেন ম্যাক্সওয়েলসহ মোট তিনজন খেলোয়াড়কে রিটেইন করেছে। মেগা অকশ্যানের প্রথম দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. ফাফ ডু প্লেসিস (৭ কোটি) [সাউথ আফ্রিকা] ২. হার্শাল পাটেল (১০.৭৫ কোটি) ৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০.৭৫ কোটি) [শ্রীলঙ্কা] ৪. দীনেশ কার্তিক (৫.৫ কোটি) ৫. জশ হ্যাজলউড (৭.৭৫ কোটি) [অস্ট্রেলিয়া] ৬. শাহবাজ আহমেদ (২.৮০ কোটি) ৭. অনুজ রাওয়াত (৩.৪০ কোটি)

সানরাইজার্স হায়দ্রাবাদ :

সানরাইজার্স হায়দ্রাবাদ মেগা অকশ্যানের আগে দুই দেশি খেলোয়াড় আব্দুল সামাদ, উমরান মালিক এবং এক বিদেশি খেলোয়াড় কেন উইলিয়ামসনসহ মোট তিনজন খেলোয়াড়কে দলে রিটেইন করে। মেগা অকশ্যানের তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে হায়দ্রাবাদের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি) ২. নিকোলাস পুরাণ (১০.৭৫ কোটি) [ওয়েস্ট ইন্ডিজ] ৩. টি. নাটারাজন (৪ কোটি) ৪. ভুবনেশ্বর কুমার (৪.২০ কোটি) ৫. রাহুল ত্রিপাটি (৮.৫০ কোটি) ৬. অভিষেক শর্মা (৬.৫০ কোটি) ৭. কার্তিক থিয়াগী (৪ কোটি) ৮. শ্রেয়াস গোপাল (৭৫ লাখ) ৯. প্রিয়ম গার্ঘ (২০ লাখ) ১০. জাগাদেশা সুচিত (২০ লাখ)

পাঞ্জাব কিংস :

মেগা অকশ্যানের আগে পাঞ্জাব কিংস শুধুমাত্র দুই দেশি খেলোয়াড়কে রিটেইন করে। তারা হলেন মায়াঙ্ক আগারওয়াল এবং আর্শদ্বীপ সিং। কিন্তু, তারা কোনো বিদেশি খেলোয়াড়কে দলে রিটেইন করেনি। মেগা অকশ্যানের প্রথম দিনে পাঞ্জাব কিংসের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. শিখর ধাওয়ান (৮.২৫ কোটি) ২. কাগিসো রাবাডা (৯.২৫ কোটি) [সাউথ আফ্রিকা] ৩. জনি বেয়ার্স্টো (৬.৭৫ কোটি) [ইংল্যান্ড] ৪. রাহুল চাহার (৫.২৫ কোটি)  ৫. শাহরুখ খান (৯ কোটি) ৬. হারপ্রিত ব্রার (৩.৮০ কোটি)

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস :

আইপিএলের ১৫তম আসরে খেলতে যাওয়া দুই নতুন দলের একটি হলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌ মেগা অকশ্যানের আগে দুই দেশি খেলোয়াড় কে.এল রাহুল, রবি বিশ্বনয় এবং বিদেশি কোঠায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে দলে নেয়। মেগা অকশ্যানের তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে প্রথম দিনে লক্ষ্ণৌয়ের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. কুইন্টন ডি কক (৬.৭৫ কোটি) [সাউথ আফ্রিকা] ২. মনিশ পান্ডে (৪.৬০ কোটি) ৩. জেসন হোল্ডার (৮.৭৫ কোটি) [ওয়েস্ট ইন্ডিজ] ৪. দ্বীপক চাহার (৫.৭৫ কোটি) ৫. ক্রুনাল পান্ডিয়া (৮.২৫ কোটি) ৬. মার্ক উড (৭.৫০ কোটি) [ইংল্যান্ড] ৭. আবেশ খান (১০ কোটি) ৮. অঙ্কিত সিং রাজপুত (৫০ লাখ)

গুজরাট টাইটান্স :

আইপিএলের ১৫তম আসরে প্রথম বারের মতো খেলতে যাওয়া আরেক দল হলো গুজরাট টাইটান্স। মেগা অকশ্যানের আগে গুজরাট টাইটান্স দুই দেশি হার্দিক পান্ডিয়া, শুভমান গিল এবং এক বিদেশি হিসেবে আফগান লেগ স্পিনার রশিদ খানসহ মোট তিনজন খেলোয়াড়কে দলে ভেড়ায়। মেগা অকশ্যানের প্রথম দিনে গুজরাটের দলে নেওয়া খেলোয়াড়েরা হলেন :-

১. মোহাম্মদ শামি (৬.২৫ কোটি) ২. জেসন রয় (২ কোটি) [ইংল্যান্ড] ৩. লকি ফার্গুসন (১০ কোটি) [নিউজিল্যান্ড] ৪. অভিনব সাদারানগণি (২.৬ কোটি) ৫. রাহুল তিওয়াতিয়া (৯ কোটি) ৬. আর সাই কিশোর (৩ কোটি) ৭. নূর আহমেদ (৩০ লাখ) [আফগানিস্তান]

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top