আইসিসি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ!

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। যদিও মাঠের পারফরম্যান্স তেমন একটা সন্তোষজনক নয় টাইগারদের। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

পর্যাপ্ত ম্যাচ না খেলার কারনে আইসিসি র‍্যাংকিং থেকে বাদ দেয়া হয়েছে টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া দল গাম্বিয়া, হাঙ্গেরি, ঘানা, সিরিয়া ও সুইডেন।
একনজরে দেখে নিন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দলঃ
১. ইংল্যান্ড – ২৭৭ রেটিং পয়েন্ট (+৫ পয়েন্ট)
২. ভারত – ২৭২ রেটিং পয়েন্ট (+২ পয়েন্ট)
৩. নিউজিল্যান্ড – ২৬৩ রেটিং পয়েন্ট (+৮ পয়েন্ট)
৪. পাকিস্তান – ২৬১ রেটিং পয়েন্ট (+১ পয়েন্ট)
৫. অস্ট্রেলিয়া – ২৫৮ রেটিং পয়েন্ট (-৯ পয়েন্ট)
৬. দক্ষিণ আফ্রিকা – ২৪৮ রেটিং পয়েন্ট (-১ পয়েন্ট)
৭. আফগানিস্তান – ২৩৬ রেটিং পয়েন্ট (-৬ পয়েন্ট)
৮. শ্রীলঙ্কা – ২২৭ রেটিং পয়েন্ট (-১ পয়েন্ট)
৯. বাংলাদেশ – ২২৫ রেটিং পয়েন্ট (-১ পয়েন্ট)
১০. ওয়েস্ট ইন্ডিজ – ২২২ রেটিং পয়েন্ট (-৬ পয়েন্ট)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top