ক্রিকেটের সর্বশেষ খবর

কেন উইলিয়ামসন- এ ট্রু জেন্টেলম্যান অব ক্রিকেট।

উইলিয়ামসন যেন ক্রিকেটের এক সুদক্ষ নাবিক যার কাজই হচ্ছে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াদলের প্রয়োজনে তিনি সর্বদা নিজের সেরাটা দিতে প্রস্তুতবর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে কেন উইলিয়ামসন একজনএবং  তার নিখুঁত ক্যাপ্টেনসি দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্যক্রিকেটের সর্বশেষ খবর

পরিচয়ঃ

পূর্ণনামঃ- কেন স্টুয়ার্ট উইলিয়ামসন।
জন্মঃ ৮ আগস্ট ১৯৯০, তৌরাঙ্গা, বে অব প্লেন্টি, নিউজিল্যান্ড।
ব্যাটিংয়ের ধরন -ডানহাতি
বোলিংয়ের ধরন – ডানহাতি অফ ব্রেক
ভুমিকা – ব্যাটসম্যান
উচ্চতা – ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি.)

কেন উইলিয়ামসন এর জীবনী এবং পারিবারিক পটভূমিঃ- ক্রিকেটের সর্বশেষ খবর

উইলিয়ামসন ১৯৯০ সালের ৮-ই আগষ্ট নিউজিল্যান্ডের তৌরাঙ্গা, ব্রে অব প্লেন্টি শহরে জন্মগ্রহণ করেন। স্যান্ড্রা উইলিয়ামসন এর কোল আলোকিত করে কেন ও তার একটি জমজ ভাই এই পৃথিবীতে আসেন। তাদের বাবার নাম ব্রেট উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের তৌরাঙ্গায় বড় বোন কাইলি, আনা এবং সোফি পাশাপাশি জমজ ভাই লোগানের সাথে কেন বড় হয়ে ওঠেন। তৌরাঙ্গায় বেড়ে ওঠা কেন এর পরিবার প্রচন্ড ক্রীড়া প্রেমী ছিলেন। তার পরিবারের সদস্যদের ভলিবল, বাস্কেটবল এবং ক্রিকেট খেলা নিয়ে আগ্রহ ছিলো। তার বোনেরা ভলিবলে সক্রিয়ভাবে জড়িত ছিলেন যখন তাদের মা বাস্কেটবল খেলার প্রতিনিধিত্ব করতেন। তরুন কেন তাঁর বাবার সাথে ক্রিকেট খেলা উপভোগ করতেন তিনি তার বাবার কাছে থেকে একটি ব্যাট উপহার হিসেবে পেয়েছিলেন। এভাবেই আস্তে আস্তে কেন এর ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাড়ে। তিনি ছেলেবেলে থেকেই শচীন টেন্ডুলকার কে অনুকরণ করতেন।

কেন উইলিয়ামসন এর পড়াশোনা এবং ক্যারিয়ারঃ-

কেন তার নিজ শহর তৌরাঙ্গা তে পিলানস পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নকালে সেই প্রতিষ্ঠানের ক্রিকেট প্রোগ্রামের সক্রিয় সদস্য ছিলেন। স্কুল থেকে ক্রিকেট গ্রাজুয়েশন হওয়ার পর তিনি প্রাথমিকভাবে ক্রিকেটে পদার্পন করেন।
মাত্র ২০ বছর বয়সে নিউজিল্যান্ড ক্রিকেট দলে ডাক পান কেন উইলিয়ামসন। ক্রিকেটের সর্বশেষ খবর  ২০১০ সালে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ক্যারিয়ারের শুরুর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও পরবর্তীতে রচনা করেন তার ঘুরে দাঁড়ানোর গল্প। একই বছরে বাংলাদেশের বিপক্ষে দলে ডাক পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।
কেন তিন ফরম্যাটেই নিজের সেরাটা দিয়ে খেলে গেছেন যার ফলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। তার সুনিপুণ টেকনিক এবং অসাধারণ টেম্পারমেন্ট দিয়ে ব্যাটের পরশ বুলিয়ে দিয়েছেন বিশ্বের বাঘা বাঘা বোলারদের বলে।  ক্রিকেটের সর্বশেষ খবর

আন্তর্জাতিক রেকর্ডঃক্রিকেটের সর্বশেষ খবর

ওয়ানডে রেকর্ডঃ
ম্যাচ- ১৪৫
রান- ৫,৯৬৮
ব্যাটিং গড়- ৪৮.১২
১০০/৫০- ১৩/৪৮
সর্বোচ্চ রান- ১৪৮
উইকেট- ৩৬
বোলিং গড়- ৩৫.৬৯
সেরা বোলিং- ৪/২২

টেস্ট রেকর্ডঃ
ম্যাচ- ৭২
রান- ৬,১৩৯
ব্যাটিং গড়- ৫৩.৩৮
১০০/৫০- ২০/৩০
সর্বোচ্চ রান- ২৪২*
উইকেট- ২৯
বোলিং গড়- ৪০.১০
সেরা বোলিং- ৪/৪৪

টি-টোয়েন্টি রেকর্ড:
ম্যাচ- ৫৭
রান- ১,৫০৫
ব্যাটিং গড়- ৩১.৩৫
১০০/৫০- ০/৯
সর্বোচ্চ রান- ৭৩*
উইকেট- ৬
বোলিং গড়- ২৭.৩৩
সেরা বোলিং- ২/১৬

কেন উইলিয়ামসন এর আগ্রহ এবং শখঃ-

কেন উইলিয়ামসন তার ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা আলোচনা করেন না। তাঁর আগ্রহ এবং শখের মধ্যে রয়েছেঃ ভ্রমণ, সংগীত শোনা, গিটার বাজানো, সার্ফিং, বাস্কেটবল, পোষা কুকুর নিয়ে ঘোরা, গেম খেলা ইত্যাদি। ক্রিকেটের সর্বশেষ খবর

উইলিয়ামসন এর বৈবাহিক অবস্থাঃক্রিকেটের সর্বশেষ খবর

উইলিয়ামসন তার গার্লফ্রেন্ড সারাহ রাহেম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী পেশায় একজন নার্স, তিনি ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে ড্রিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নার্স বা সেবিকা হিসেবে কর্মরত আছেন। ক্রিকেটের সর্বশেষ খবর 

একজন ভবিষ্যত কিংবদন্তিঃ ক্রিকেটের সর্বশেষ খবর

ভবিষ্যতে আমরা একজন কিংবদন্তি পেতে চলেছি তা এখন নিশ্চিত হয়ে বলায় যায়। আরও কতশত রেকর্ড তিনি নিজের নামে করেন তা দেখা এখন মাত্র সময়ের দাবি। বিশ্ব ক্রিকেটে যিনি একজন ভদ্র ক্রিকেটার নামে পরিচিত, তার এমন উজ্জ্বল ভবিষ্যত দেখতে কে না চাইবে?

***লিখেছেনইব্রাহিম আরিয়ান***

আরো পড়ুন-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top