আন্তর্জাতিক ফুটবল

আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল!

২০২১ সালের নভেম্বরের পর আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবলের বিরতি।

এইবারের আন্তর্জাতিক বিরতিতে হবে না ইউরোপের কোনো ম্যাচ। ইউরোপ থেকে ১০টি দল ইত্যেমধ্যেই কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি কোন ৩টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে সেটা জানা যাবে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সের  প্লে-অফ ম্যাচের পর।

এইবারের আন্তর্জাতিক বিরতিতে খেলা হবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার দলগুলোর। ক্লাবগুলো থেকে ইত্যেমধ্যে চলে এসেছেন খেলোয়াড়েরা। ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মতো বড় দলগুলো তাদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ম্যাচগুলো।

ব্রাজিল :

ব্রাজিল কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে আগেই। লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছিল তারা। তাই, সামনের ম্যাচগুলো ব্রাজিলের জন্য নিয়মরক্ষার ম্যাচও বলা যায়। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে দাপট দেখিয়েছে তিতের শিষ্যরা।

এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে একটি ম্যাচেও হারেনি সেলেসাওরা। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জয় এবং ২টি ম্যাচ ড্র করেছে ব্রাজিল। গত ১৩ জানুয়ারি ব্রাজিল কোচ তিতে ইকুয়েডর ও প্যারাগুয়ের সাথে ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেন। স্কোয়াডে রাখা হয়নি ইঞ্জুরিতে থাকা নেইমারকে। আগামী ২৮ জানুয়ারি রাত ৩ টায় ইকুয়েডরের বিপক্ষে এবং ২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬ টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে সেলেসাওরা।

ব্রাজিল স্কোয়াড :

অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, ওয়েভেরটন, এডার মিলিটাও, থিয়াগো সিলভা (ক্যাপ্টেন), গ্যাব্রিয়েল মেগালহাইস, অ্যালেক্স টেল্লেস, মার্কুইনহোস (ভাইস-ক্যাপ্টেন), দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, এমারসন রয়্যাল, ফিলিপ কৌতিনহো, ক্যাসমিরো, ফ্রেড, লুকাস পাকেতা, ব্রুনো গুইমারেস, ফেবিনহো, গার্সন, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল হেসুস, অ্যান্তোনি, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোস, রাফিনহা, মাথাউস কুনহা, গ্যাব্রিয়েল বারভোসা। 

আর্জেন্টিনা :

ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কাতার বিশ্বকাপে ইত্যেমধ্যে জয়াগা করে নিয়েছে। লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট কেটে নেয় দলটি। ব্রাজিলের মতো আর্জেন্টিনাও ১৩টি ম্যাচের একটিও হারেনি। ১৩টি ম্যাচের ৮টি ম্যাচে জয় এবং ৫টি ড্র নিয়ে ব্রাজিলের পরই পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আলবিসেলেস্তেরা।

চিলি এবং কলম্বিয়া ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা বস লিওনেল স্কালোনি গত ১৯ জানুয়ারি ২৭ সদস্যের দল ঘোষণা করেন। কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় লিওনেল মেসিকে স্কোয়াডে না রেখে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আগামী ২৮ জানুয়ারি ভোর সোয়া ৬ টায় চিলির বিপক্ষে এবং ২ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫ টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা স্কোয়াড :

ফ্রাঙ্কো আর্মানি, এমি মার্টিনেজ, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগ্লিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, গঞ্জালো মন্টিয়েল, নেহুয়েল মলিনা, নেহুয়েন পেরেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনার্দো ডে পেরেদেস, রদ্রিগো ডে পল, জিওভান্নি লো সেলসো, অ্যালেজান্দ্র গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমিলিয়ানো এডুয়ার্ডো মেজা, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরহিয়া, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পস, জুলিয়ান আলভারেজ।

এছাড়াও কনকাকাফে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, পানামা এবং কোস্টা রিকার মতো দলগুলো। কনকাকাফ থেকে এখন পর্যন্ত কোনো দল সরাসরি কাতার বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি। কনকাকাফের তিন বড় দল কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।

এই আন্তর্জাতিক বিরতিতে কনকাকাফের দলগুলো তিনটি করে ম্যাচ খেলবে। মেক্সিকো আগামী ২৮ জানুয়ারি ভোর ৬ টায় জ্যামাইকার সাথে, আগামী ৩১ জানুয়ারি ভোর ৫ টায় কোস্টা রিকার সাথে এবং আগামী ৩ ফেব্রুয়ারী সকাল ৯ টায় পানামার সাথে কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য মাঠে নামবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আগামী ২৮ জানুয়ারি প্রথম ম্যাচে এল সালভাদরের সাথে, আগামী ৩১ জানুয়ারি কানাডার সাথে দ্বিতীয় ম্যাচে এবং আগামী ৩ ফেব্রুয়ারী হন্ডুরাসের সাথে তৃতীয় ম্যাচ খেলবে।

আবার, পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা কানাডা তাদের প্রথম স্থান পাকাপোক্ত করার জন্য আগামী ২৮ জানুয়ারি হন্ডুরাসের সঙ্গে, আগামী ৩১ জানুয়ারি টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আগামী ৩ ফেব্রুয়ারি এল সালভাদরের বিপক্ষে মুখোমুখি হবে। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top