আফগানদের হারিয়ে

আফগানদের হারিয়ে বড় হারের ঝাল মেটাল শ্রীলঙ্কা!

এশিয়া কাপের সেরা চারের লড়াই শুরু হয়েছে আজ। প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্থান। গ্রুপ পর্বে বড় ব্যাবধানে হারের পরে আজ প্রতিশোধ নিতে মাঠে নামে শ্রীলঙ্কা। 

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করে আফগানিস্থান। হযরতউল্লাহ ও রহমানাউল্লাহ গুরবাজের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম থেকেই চাপে ছিল শ্রীলঙ্কান বোলাররা। 

হযরতউল্লাহ্ দেখে শুনে খেললেও প্রথম থেকে মারকুটে ব্যাটিং শুরু করে গুরবাজ। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়ে যায় বহুদূর। 

তবে পুরো পাওয়ার প্লেতে গুরবাজকে সঙ্গ দিতে পারেনি হযরতউল্লাহ। পঞ্চম ওভারে দিলশান মাদুশানকার বলে বোল্ড হয়ে হযরতউল্লাহ সাজঘরে ফিরলে প্রথম উইকেট হারায় আফগানিস্থান।

দ্বিতীয় উইকেটে অসাধারণ জুটি গড়েন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইব্রাহিম আস্তে ধীরে রান এগিয়ে নিচ্ছিল আর অপর প্রান্তে লঙ্কান বোলারদের উপরে চড়ে বসেছিল গুরবাজ। অর্ধ শতক পূর্ন করে শতকের দিকে দৌড়াচ্ছিলেন পূর্ন গতিতে। 

কিন্তু বাঁধ সাধলো আসিথা ফার্নেন্দ্যো। ৪৫ বলে ৮৪ করা গুরবাজকে সাজঘরে ফিরালে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে শ্রীলঙ্কা। ৬ টি ছক্কা ও ৪ টি চার ছিল তার ইনিংসে। তাকে ফিরানোর মাধ্যমে  ৯৩ রানের পার্টনারশিপ ভাঙে ইব্রাহিম জাদরানের সঙ্গে। 

১৬ তম ওভারে গুরবাজ আউট হলে মাঠে আসে নাজিবুল্লাজ জাদরান। ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান দলকে টানতে শুরু করে । ১৮ তম ওভারে ইব্রাহিম জাদরানের উইকেট পড়লে আর কেউ দাঁড়াতে পারেনি ক্রিজে। অল্প সময়ের ব্যাবধানেই ৪ টি উইকেট হারায় অফগানিস্থান। 

শেষ ওভারে একটি ছক্কা মেরে শেষ বলে আউট হয়ে যায় রশিদ খান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে আফগানিস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন দিলশান মাদুশানকা। 

১৭৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে আশার আলো দেখায় দুই ওপেনার। পাথুম নিশানকা ও কুশাল মেন্ডিসের অসাধারণ জুটিতে লক্ষ্য কাছে আসতে থাকে দ্রুত। দলীয় ৬২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। 

৭ম ওভারে নাভেনুল হকের বলে ইব্রাহিম জাদরানের হাত বন্দি হয়ে সাজঘরে ফিরে কুশাল মেন্ডিস। ১৯ বলে ৩৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে মেন্ডিস বিদায় নিলে ক্রিজে আসে আশালাঙ্কা। মেন্ডিসের বিদায়ের কিছুক্ষণ পর বিদায় নেও নিশানকাও। দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। 

নিয়মিত বিরতিতে শ্রীলঙ্কা উইকেট হারালেও রানের চাকা সচল ছিল সবসময়েই। শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুনারান্তে দলকে নিয়ে যায় জয় পর্যন্ত। শেষ পর্যন্ত ২ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ৮ রান এবং শেষ ওভারে দরকার ছিল মাত্র ১ রান। 

শেষ ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করে করুনারাত্নে। এতে ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। আফগানিস্থানের পক্ষে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেয় মুজিবুর রহমান ও নাভেনুল হক। 

সংক্ষিপ্ত স্কোর 

আফগানিস্থান – ১৭৫/৬ (২০)

রহমানউল্লাহ গুরবাজ ৮৪

ইব্রাহিম জাদরান ৪০ 

নাজিবুল্লাহ জাদরান ১৭

দিলশান মাদুশানকা ২/৩৭

মাহেশ থেকশানা ১/২৯

শ্রীলঙ্কা – ১৭৯/৬ (১৯.১)

কুশাল মেন্ডিস ৩৬

পাথুৃ নিশানকা ৩৫

দানুশকা ৩৩

মুজিবুর রহমান ২/৩০

নাভোনুল হক ২/৪০

মুহাম্মদ নবি ১/৩৪

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top