ইউনিভার্সিটি

টাইগারদের আটকাতে উইকেটে ঘাস চায় বোল্ট!

ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে ২০ তারিখ (শনিবার) ভোরে পর্দা উঠবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের। তুলনামূলক ছোট এই মাঠে অনেক রান হওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেট সবুজ হওয়ার কারণে এই মাঠ থেকে বাড়তি সুবিধা পেতে পারে  পেস বোলাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে ট্রেন্ট বোল্ট জানিয়েছেন নিজের ইচ্ছার কথা।  তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলতে উইকেটে বাড়তি ঘাস চান।

ইউনিভার্সিটি

 ওভালের মাঠে বেশ ভাল রেকর্ড রয়েছে বোল্টের। এই মাঠে ৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বিপরীতে উইকেট নিয়েছেন ১৬ টি। ট্রেন্ট বোল্টের ক্যারিয়ারের সেরা বোলিং রেকর্ড টাও এই মাঠে তিনি ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন।

 নিউজিল্যান্ডের এই পেসার জানেন যে টাইগারদের জন্য এখানের আবহাওয়া উইকেট ও অত্যন্ত কঠিন। ডানেডিনে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে উইকেটেও রয়েছে ঘাস। বোল্ট মনে করেন এই রকমের আবহাওয়ার সাথে তে মানিয়ে নিতে পরীক্ষা দিতে হবে টাইগারদের। অবশ্য  এই উইকেটে স্পিনাররাও ভালো করতে পারে জানিয়েছেন বোল্ট। 

বোল্ট বলেন, ‘যেহেতু বাংলাদেশি খেলোয়াড়রা এই রকম আবহাওয়ার সাথে অভ্যস্ত নয় সেহেতু এটা অবশ্যই তাদের জন্য চ্যালেঞ্জিং। এখানে ঘাস রয়েছে, ঢাকা কিংবা অন্য জায়গায় উইকেটে ঘাস থাকে না ফলে স্পিন বল ভাল টার্ন করে। যাইহোক ক্রিকেটের জন্য ওভাল হল দারুন একটা জায়গা।’  

যেহেতু বাতাসের সঙ্গে ঘাস ও রয়েছে তাই ইউনিভার্সিটি ওভালের উইকেট স্বাভাবিকভাবে পেসারদের সহায়তা করবে। এ প্রসঙ্গে বোল্ট আরো বলেন, ‘উইকেটে ঘাস থাকলে এবং বল সুইং করলেই আমি খুশি। কোন ফর্মেটে খেলছি সেটা কোন সমস্যা নয়।’

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top