ইনসুলিন কি

ইনসুলিন কি? ইনসুলিনের পার্শপ্রতিক্রিয়া জেনে নিন!

ইনসুলিন প্রোটিনধর্মী এক ধরনের হরমোন। এটি আমাদের শরীরের শক্তি যোগাতে ও রক্তে গ্লুকোজের মাত্রার ভারসাম্য রাখতে অপরিহার্য। তাই সুস্থ থাকতে ইনসুলিন কি ও এর কার্যপ্রণালি জেনে রাখা ভালো। 

ইনসুলিন কি

মূলত ইনসুলিন এক ধরণের পলিপ্যাপটাইড হরমোন। এটি শরীরে রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করানোর কাজ করে।  

মূলত ইনসুলিন কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে। এটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। ইনসুলিনের প্রধান কাজ আমাদের  রক্তে গ্লুকোজের পরিমাণের ভারসাম্য বজায় রাখা। দেহে ইনসুলিনে নিঃসরনের মাত্রার তারতম্য হলে  বিভিন্ন শারীরিক জটিলতা  দেখা যায়।

ইনসুলিন কিভাবে কাজ করে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ইনসুলিন কিভাবে কাজ করে

আমরা শরীরের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য খাবার খেয়ে থাকি। আর এই খাবার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে রুপান্তরিত হয় যা শরীরে শক্তির যোগান দেয়। 

ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয়ে এই গ্লুকোজকে আমাদের কোষে নিয়ে যায়। এখানে এটি বাহক হিসেবে কাজ করে। ফলে আমরা দেহে কাজ করার শক্তি পায়। এভাবে এই হরমোন আমাদের দেহের শক্তির যোগান দেয়। ডায়াবেটিস হলে কি করণীয়, ডায়াবেটিস কমানোর উপায় জেনে নিন!

ইনসুলিন আমাদের রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে। রক্তে শর্করার পরিমাণ কম বা বেড়ে যওয়ার জন্য ইনসুলিন দায়ী থাকে। শর্করার মাত্রার তারতম্য হলেই ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। 

অগ্নাশয় থেকে ইনসুলিন প্রয়োজনের তুলনায় কম নির্গত হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তখন সুস্থ থাকার জন্য শরীরে ইনসুলিন হরমোন  প্রবেশ করাতে হয়। সাধারণত ডায়াবেটিকস রোগীদের রক্তে রতে সুগারের পরিমাণ ভারসাম্য রাখতে এটি করা হয়ে থাকে। 

আবার ইনসুলিন বেশি নির্গত হলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় যাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। রক্তে শর্করার মাত্রার ব্যালেন্স রাখা ইনসুলিনের অন্যতম কাজ।

ডায়াবেটিস রোগে ইনসুলিন

আমাদের শরীর নিজে থেকেই ইনসুলিন নিঃসরণ করে। তবে যখন শরীরে ইনসুলিনের উৎপাদন কমে যায় তখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকে। এই অবস্থাকে ডায়াবেটিস রোগ বলা হয়।

ডায়াবেটিস রোগে শরীর দুর্বল অনুভব হওয়া, বেশি পিপাসা লাগা, চোখে কম দেখা সহ শারীরিক জটিলতাগুলো শুরু হতে থাকে। তখন ডায়াবেটিস রোগীরা কৃত্রিমভাবে তৈরী ইনসুলিনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 

এ অবস্থায় ওষুধ হিসেবে শরীরে ইনসুলিন পুশ করা হয় যাতে ইনসুলিন রক্তের গ্লুকোজকে কমিয়ে দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন আবশ্যক। তাই ডায়বেটিস রোগ নিয়ন্ত্রণ করতে ইনসুলিন কি তা জানা দরকার।

ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন চামড়ার নিচে ইনজেকশনের মাধ্যমে নেয়া হয়। সিরিঞ্জের মাধ্যমে অথবা পেন অথবা কলমের  মতো যন্ত্রের মাধ্যমে এই দুইভাবে আমাদের দেশে চামড়ার নিচে ইনসুলিন নেয়ার পদ্ধতি আমাদের দেশে প্রচলিত। 

অনেক উন্নত দেশে ইনহেলারের মাধ্যমেও ডায়াবেটিকস রোগের জন্য ইনসুলিন নেয়া হয়। সিরিঞ্জের চেয়ে কলমের মতো যন্ত্রের মাধ্যমে ইনসুলিন নেয়ে বেশি সুবিধাজনক ও সহজ। টাইপ ২ ডায়াবেটিস কি? প্রকৃতি, লক্ষণ ও নিরাময় জানুন!

ইনসুলিনের পার্শপ্রতিক্রিয়া

এখন প্রশ্ন হলো ইনসুলিন কি নিরাপদ? ডায়াবেটিস বংশাক্রমিক রোগ তাই পরবর্তী প্রজন্মের এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। প্রতি বছর ডায়াবেটিস রোগীর সংখ্যাও  বাড়ছে। 

অন্যান্য ওষুধের তুলনায় ইনসুলিনের পার্শপ্রতিক্রিয়া নাই বললেই চলে। ইনসুলিন কোন ওষুধ নয় বরং সাপ্লিমেন্ট। মানুষের শরীরে ইনসুলিন তৈরী না হলে, বাইরে থেকে প্রয়োগ করা হয়। 

ইনসুলিন শরীরে প্রয়োগ করে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করা যায়। তবে ইনসুলিন নেয়ার পরে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ভারী ওজনের রোগীকে ইনসুলিন দেয়া কখনো বা ক্ষতিকর হয়ে যায়। তবে একমাত্র পার্শপ্রতিক্রিয়া হিসেবে কদাচিৎ র‍্যাশ সারাদেহে দেখতে পাওয়া যায়। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা | যে খাবারগুলো এড়ানো উচিত! 

পরিশেষ

আশা করি ইনসুলিন কী তা আপনারা জানতে পেরেছেন। এটি মানুষের শরীরে শক্তি যোগাতে অপরিহার্য। এবং ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধেও সহায়তা করে। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top