কালোজিরার তেল কোথায় পাওয়া যায়

কালোজিরার তেল কোথায় পাবেন? জানুন এর গুণাগুণ, ঠিকানা ও বাজারমূল্য

কালোজিরার তেল কোথায় পাওয়া যায় : বিভিন্ন মসজিদের সামনে কালোজিরার তেল বিক্রি হতে দেখা যায়। তবে সেগুলো মানসম্মত কী না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মানসম্মত কালোজিরার তেল পেতে তাই আজকের লেখাটি আপনি পড়ে দেখতে পারেন। 

কালোজিরার তেলের ঔষধি গুণাগুণ 

মূলত কালোজিরার তেলে আছে উপকারি ফসফেট, আয়রন ও ফসফরাস। এটি মানবশরীরের জন্য অত্যন্ত উপকারি। যেসব উপকারিতা আপনি কালোজিরার তেল থেকে পেতে পারেন, তা হলো: 

এতসব অভাবনীয় গুণের কারণেই কালোজিরার তেলের চাহিদা অনেক তুঙ্গে।  

কালোজিরার তেল কোথায় পাওয়া যায়? 

বিভিন্ন হোমিওপ্যাথির ডাক্তারের কাছে আপনি কালোজিরার তেল পেতে পারেন। এছাড়াও বিভিন্ন ফার্মেসি আছে যারা কালোজিরার তেল বিক্রি করে থাকে। তবে প্রতিটা ফার্মেসিতেই এটি আপনি পাবেন না। 

অনেকসময় বিভিন্ন মুদি ও মসলার দোকানে কালোজিরার তেল পাওয়া যেতে পারে। এবং মসজিদের সামনেও অনেকসময় কালোজিরার তেল দেখতে পাওয়া যায়। 

তবে আপনি যদি বাজারে খোঁজ করার ভোগান্তি থেকে দূরে থাকতে চান, এবং সাস্থ্যসম্মত হেলদি, অর্গানিক কালোজিরার তেল পেতে চান তবে হেলদি-স্পোর্টস এর অনলাইন শপে এখনি যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনি পাবেন মানসম্মত খাঁটি কালোজিরার তেল একদম সূলভ মূল্যে। 

কালোজিরার তেলের দাম কত?

দারাজে বিভিন্ন সাইজের কালোজিরার তেলের বোতল ২০০ থেকে ৪০০ টাকায় পাওয়া যায়। একটি বোতলে ১০০ থেকে ২০০ গ্রাম তেল থাকে। সবচেয়ে বড় ১ কেজির বোতল ১৯০০-২২০০ টাকা দামের হয়ে থাকে।

তবে আপনি যদি হেলদি-স্পোর্টস এর অনলাইন শপ থেকে অর্ডার করেন তবে এর চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে পাবেন। এখানে নিম্নোক্ত দামে আপনি কালোজিরার তেল কিনতে পারেন

পরিমাণ দাম 
৫০০ গ্রাম৯৯৫ টাকা 
১০০০ গ্রাম১৮৯০ টাকা 

পরিশেষ 

স্বাস্থ্যসম্মত কালোজিরার তেল পেতে তাই বিভিন্ন মুদি বা ফার্মেসির দোকানে না গিয়ে হেলদি-স্পোর্টস এর অনলাইন শপের উপর ভরসা রাখুন। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান যা আপনার স্বাস্থ্যসুরক্ষায় সদা সচেতন। 

1 thought on “কালোজিরার তেল কোথায় পাবেন? জানুন এর গুণাগুণ, ঠিকানা ও বাজারমূল্য”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top