কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ ম্যাচে করাচি কিংসকে ৮ উইকেটে হারিয়েছে কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স!

১ম ইনিংস:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স অধিনায়ক মোহাম্মদ সরফরাজ। টস হেরে ব্যাটিং করতে নেমে করাচি কিংসের দুই ওপেনার শারজিল খান এবং অধিনায়ক বাবর আজম ভালো একটা শুরুর আভাস দিলেও ইনিংসের তৃতীয় ওভারে সোহাইল তানভিরের শিকার হন শারজিল খান এবং জো ক্লার্ক।

অধিনায়ক বাবর আজম রানের চাকা সচল রাখলেও, নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে একে একে করাচির তিন জন ব্যাটসম্যান টম লেমনবে, মোহাম্মদ নবী এবং লুইস গ্রেগরির উইকেট তুলে নেন নাসিম শাহ। পাওয়ার-প্লের ৬ ওভারে বাবর আজমের করাচি ৪ উইকেটে শুধুমাত্র ৩৩ রান সংগ্রহ করে।

তারপর, নিয়মিত বিরতিতে মোহাম্মদ তাহা, অধিনায়ক বাবর আজম, আমের ইয়ামিন, মোহাম্মদ ইলিয়াস এবং ইমাদ ওয়াসিমরা আউট হতে থাকলে মাত্র ১৫ ওভারেই ১১৩ রান করে অল-আউট হয়ে যায় করাচি কিংস। কোয়েট্টার হয়ে ৩ ওভার ৩ বল করে ২০ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাসিম শাহ। 

২য় ইনিংস: 

১১৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু এনে দেয় কোয়েট্টার দুই ওপেনার আহসান আলি এবং উইল স্মিদ। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যান এই দুইজন। পাওয়ার-প্লের ৬ ওভারে এই দুই ওপেনার ফিফটি পার্টনারশিপ করে তুলে নেন ৫১ রান।

মোহাম্মদ ইমরানের দ্বিতীয় ওভারে উইল স্মিদ আউট হলেও,  ইনিংসের ১৪তম ওভারে ফিফটি তুলে নেন আহসান আলি। কোয়েট্টার আরেক উইকেট গেলেও ১৫তম ওভারে অধিনায়ক সরফরাজ আহমেদের তিনটি বলে তিন চারের ফলে ২৫ বল হাতে থাকতেই ৮ উইকেটে ১১৪ রানের ছোট লক্ষ্যে পৌঁছে যায় কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

ম্যান অফ দ্যা ম্যাচ : নাসিম শাহ

স্কোর : 

করাচি কিংস : ১১৩/১০  (১৭.৩ ওভার)

বাবর আজম ৩২ (২৯) ; ইমাদ ওয়াসিম ২৬ (২২) 

নাসিম শাহ  ৫/২০ (৩.৩) ; সোহাইল তানভির ২/২৯ (৪)

কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স : ১১৪/২  (১৫.৫)

আহসান আলি ৫৭ (৪৩) ; উইল স্মিদ ৩০ (৩৫)

মোহাম্মদ ইমরান ১/২৩ (৩) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top