ক্রিকেটার আশরাফুল

ক্রিকেটার আশরাফুল । যে ছিলো বাংলাদেশ ক্রিকেটের ধ্রুব তারা


ক্রিকেটার আশরাফুল / খুব দ্রুত গতিতে বাড়ছিলো বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা,যখন ই আশরাফুল নামের ছোট্ট এক বিস্ময় বালকের দেখা পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।


অভিষেকের পর ই আশার আলো ছড়াতে থাকলেন ততোদিনে সকলের প্রিয় হয়ে ওঠা ক্রিকেটার আশরাফুল।
আসুন এক এক করে আশরাফুলের অভিষেক থেকে এখন পর্যন্ত সকল তথ্য জেনে নেই –

তবে কি ফিরবেন ক্রিকেটার আশরাফুল-

ক্রিকেটার আশরাফুল
healthd-sports

নাম: মোঃ আশরাফ।

ডাক নাম: মতিন।

জন্ম: জুলাই ০৭, ১৯৮৪।
উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি।
টিম: বাংলাদেশ, এশিয়া এলেভেন, মুম্বাই ইন্ডিয়ান্স, ঢাকা (উল্লেখযোগ্য…

ব্যাটিং স্টাইল: ডান হাতি ব্যাটসম্যান।

বোলিং স্টাইল: ডান হাতি লেগ স্পিনার।

আশরাফুল এর টেস্ট অভিষেক: ৬ সেপ্টেম্বর ২০০১ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট: ২৫ এপ্রিল ২০১৩ বনাম জিম্বাবুয়ে

ওডিআই অভিষেক: ১১ এপ্রিল ২০০১ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই ঃ ৮ মে ২০১৩ বনাম জিম্বাবুয়ে

টি২০ঃ অভিষেক: ১ সেপ্টেম্বর ২০০৭ বনাম কেনিয়া
শেষ টি২০ঃ ৩১ মে ২০১৩ বনাম শ্রীলঙ্কা

তারকা আশরাফুল-

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থার পিছনে অনেকের ই অবদান রয়েছে । আকরাম খান ,আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার,
রফিক সহ আরো অনেক তারকার অবদানে আজকের এই বাংলাদেশ।


কিন্তু যদি আপনাকে বাংলাদেশ ক্রিকেটের কোনো মহা-তারকার নাম বলতে বলা হয় তাহলে অবশ্যই আপনাকে মোঃআশরাফুলের নাম ভাবতে হবে ।
একটা সময় বাংলাদেশ দল যখন নিজেদের পরাজয় অবধারিত জেনেও মাঠে নামতো তখন অসাধারণ কিছু অনবদ্য ইনিংস খেলে এবং
বড় কিছু জয়ের নায়ক হয়ে মোহাম্মাদ আশরাফুল হয়ে উঠেন দেশের ক্রিকেট পাগল মানুষদের মধ্যমণি এবং আশার আলো।


সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com


মোহাম্মাদ আশরাফুলের মেধা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ নেই। কিন্ত তিনি ব্যর্থ হয়েছেন নিজের সেই মেধার সঠিক মূল্যায়ন করতে।

অভিষেকেই বিশ্ব রেকর্ড- ক্রিকেটার আশরাফুল

মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কারই মাঠে শ্রীলঙ্কারই বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে বিশ্বর সর্বকনিষ্ঠ ক্রিকেটার সেঞ্চুরি করে মহা তারকা বনে জান মোঃ আশরাফুল।


যদিও ১৩৭ রান ও ইনিংস ব্যবধানে সেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ কিন্তু দুই ইনিংসে যথাক্রমে ২৬ এবং ১১৪ রান করে সব আলো নিজের দিকে কেড়ে নেন।
ব্যাটিংয়ে দক্ষতা ছাড়াও তিনি ডানহাতে লেগ স্পিন বল করে থাকেন।
একটা সময় এমন ছিলো যে শুধুমাত্র আশরাফুলের ব্যাটিং দেখবার জন্য লাখো তরুণ

তরুণী টেলিভিশনের সামনে বসে থাকতো,আশরাফুল মানেই ছিলো উন্মাদনা

ফিক্সিং – আশরাফুল

২০১৩ সালে বিপিএলে আশরাফুল ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে স্বীকারোক্তি দেয় এবং জাতির কাছে ক্ষমা চায়,
পরবর্তীতে তাকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি

ক্রিকেটার আশরাফুল এর বর্তমান অবস্থা-

নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত আশরাফুল,মাত্র দুই মাসে ওজন কমিয়েছেন ১৩ কেজি।
লক-ডাউনের মধ্যে থেকেও নিয়মিত জিম এবং মাঠের প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছেন আশরাফুল। স্বপ্ন দেখছেন আবার জাতীয় দলে ফেরার,
বয়স ৩৬ পেরিয়েছে তার, তারপরও হাল ছাড়তে রাজি নন তিনি।


শুভকামনা রইল আমাদের মহা-তারকা।

আরো পড়ুন-

মহারাজা সাকিব আল হাসান

দূর্দান্ত লিটনের গল্প-

হয়তো বিজয় থাকতো বিজয়ীর বেশে-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top