ক্রিকেটের সকল খবর

ক্রিকেটের সকল খবর – বিরাট কোহলি- দ্যা টাইর‌্যান্ট-

ক্রিকেটের সকল খবর -ক্রিকেটের বরপুত্র, ক্রিকেটের ঈশ্বর, মি. ক্রিকেট- এমন নান্দনিক বিশেষণে বিশেষিত হয়েছেন অনেকেই। বর্তমান ক্রিকেটের স্বৈরাচারী শাসক বিরাট কোহলিও সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন ‘দ্যা কিং কোহলি’ বিশেষণে।

মনে করা হয় শচীন এর রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তবে সেটা তিনিই। তার ব্যাটিং টেকনিক ও স্কিল বিবেচনায় তাকে তুলনা করা হয় ক্রিকেটের গ্রেট ব্যাটসম্যানদের সাথে। ক্রিকেটের সকল খবর
দিল্লীতে একটি পাঞ্জাব পরিবারে ১৯৮৮ সালের ৫-ই নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বাবা প্রেম কোহলি পেশায় ছিলেন একজন আইনজীবী, মা সরোজ কোহলি গৃহিণী। স্থানীয় বিশাল ভারতী পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয় তার। ১৯৯৮ সালে পশ্চিম দিল্লী ক্রিকেট একাডেমিতে রাজকুমার শর্মার অধীনে ক্রিকেটে হাতেখড়ি। তখন কে জানতো, ক্রিকেটের এক মস্ত কারিগর তৈরি হতে চলেছে এই একাডেমিতে?

ক্রিকেটের সকল খবর

২০০৬ সালের জুলাই মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান বিরাট কোহলি। সে বছরই ১৮-ই ডিসেম্বর তার বাবা মারা যান। ক্রিকেটের সকল খবর
সেবার দলের সাথে ইংল্যান্ডে গিয়ে ৫০ ওভারের ৩ ম্যাচে তার ব্যাটিং গড় ছিলো ১০৫।

ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে টেস্ট সিরিজেও তার পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। যার পরিপ্রেক্ষিতে ভারত ওয়ানডে ও টেস্ট সিরিজ দুটিতেই জয়লাভ করে। তৎকালীন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ লালচাঁদ রাজপুত কোহলির পারফরমেন্সে মুগ্ধ হন।

এরপর পাকিস্তান সফরে যায় ভারত। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাথে কোহলির টেস্টে ব্যাটিং গড় ছিলো ৫৮ এবং ওয়ানডে গড় ছিলো ৪১.৬৬। ২০০৬ সালেই নভেম্বরে ১৮ বছর বয়সে দিল্লীর হয়ে তামিল নাডুর বিপক্ষে প্রথম শ্রেনীর ক্রিকেট শুরু করেন বিরাট কোহলি।

প্রথম ম্যাচে ১০ রানে আউট হলেও কর্ণাটকের বিপক্ষে একটি ৯০ রানের ইনিংস উপহার দেন। এবং সেই ইনিংসটি খেলেন বাবার মৃত্যুর শোক বুকে নিয়ে। সেই ম্যাচের ঠিক আগের দিনই কোহলির বাবা মারা যান। উক্ত ইনিংসে আউট হওয়ার পর তিনি সোজা বাবার অন্তিষ্টিক্রিয়ায় উপস্থিত হন। যা কোহলির স্বৃতিতে আজও হয়তো একটি হৃদয় বিদারক ঘটনা হিসেবে জায়গা করে আছে। ক্রিকেটের সকল খবর

পরিচয়ঃ বিরাট কোহলি ক্রিকেটের সকল খবর
ক্রিকেটের সকল খবর

পূর্ণ নাম- বিরাট কোহলি
ডাক নাম- চিকু।
জন্ম- ৫-ই নভেম্বর, ১৯৮৮; দিল্লি, ভারত।
উচ্চতা- ৫ ফুট ৯ ইঞ্চি।
ব্যাটিংয়ের ধরন- ডানহাতি।
বোলিংয়ের ধরন- ডানহাতি মিডিয়াম পেস।
ভূমিকা- ব্যাটসম্যান।

২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের গল্পটা ছিলো শুধুই এগিয়ে চলার। সেবছরই মালেশিয়ায় অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ আয়োজিত হয়। বিশ্বকাপে কোহলির ব্যাটিং গড় ছিলো ৪৭।

একই বছর আকষ্মিকভাবে জাতীয় দলে ডাক পান তিনি। দলের শ্রীলঙ্কা সফরে দুই ওপেনিং ব্যাটসম্যান শচীন ও শেওয়াগ ইঞ্জুরিতে পড়ায় কপাল খোলে ভিরাটের। এবং পরের ইতিহাস আমাদের সবারই জানা। তারপর থেকে ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন তিনি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ব্যাটিং রেকর্ড। ক্রিকেটের সকল খবর

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিঃ ক্রিকেটের সকল খবর

ম্যাচঃ ৮৭
রানঃ ৭২০২
ব্যাটিং গড়ঃ ৫৪.৯৭
১০০/৫০= ২৭/২২
সর্বোচ্চ রান- ২৮৩*

কোহলির ওয়ানডে রেকর্ডঃ
ম্যাচঃ ২৪৭
রানঃ ১১,৮৫৮
ব্যাটিং গড়ঃ ৫৯.৫৮
১০০/৫০= ৪৩/৫৮
সর্বোচ্চ রানঃ ১৮৩

টি-টোয়েন্টি দুনিয়াই কোহলিঃ
ম্যাচঃ ৮২
রানঃ ২,৭৯৪
ব্যাটিং গড়ঃ ৫০.৮০
১০০/৫০= ০/২৪
সর্বোচ্চ রানঃ ৯৪*

ক্রিকেটের বাইরে বিরাটঃ 

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞানের শুটিংয়ে ভিরাট কোহলির পরিচয় হয় বলিউড তারকা আনুষ্কা শর্মার। প্রথম পরিচয়েই প্রেম। এরপর থেকেই মন দেওয়া নেওয়া চলতে থাকে তাদের দুজনের। দীর্ঘদিনের প্রেমের অধ্যায় তারা চুকিয়ে দেন ২০১৭ সালে। তাদের এই জুটি ভক্তকূলের কাছে ‘বিরাস্কা’ জুটি নামেও পরিচিত। ক্রিকেটের সকল খবর

২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব এফসি গোয়ার মালিকানা নেন ভিরাট কোহলি। তিনি বলেন, ‘ফুটবলের প্রতি আগ্রহ থেকেই তার এই সিদ্ধান্ত।’ এবং তিনি ইঙ্গিত দেন, ‘অবসরের পর এটিই হতে পারে তার প্রধান আয়ের উৎস। ক্রিকেটের সকল খবর

ব্যক্তিগত জীবনে কোহলি একজন কুসংস্কার-বিশ্বাসী মানুষ। তিনি নিজেও তা স্বীকার করেন। অতীতে তিনি হাতে কালো একটি রিস্টব্যান্ড পড়তেন। একবার যে গ্লাভসজোড়া পড়ে তিনি রান পেয়েছিলেন, পূনরায় সেই গ্লাভসজোড়া পড়ে ব্যাটিংয়ে নামার নজির আছে তার কেবলমাত্র কুসংস্কারে বিশ্বাসী হওয়ার কারণে।
সর্বোপরি, ভবিষ্যতে আমরা একজন ক্রিকেটীয় লিজেন্ড পেতে চলেছি এটুকু নিশ্চিত হয়ে বলাই যায়। তাই এগিয়ে চলুক কিং কোহলির রাজত্ব।

***লিখেছেন- আরিফুল আবির ***

আরো পড়ুন-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top