ক্লাওদিও রানিয়েরি

ওয়াটফোর্ডের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন ক্লাওদিও রানিয়েরি!

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়াটফোর্ডের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন ইতালিয়ান কোচ ক্লাওদিও রানিয়েরি। গত ২৪ জানুয়ারি ওয়াটফোর্ড কর্তৃপক্ষ জানায় যে, তারা ক্লাওদিও রানিয়েরিকে ওয়ারফোর্ডের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। 

২০২০-২০২১ মৌসুমে ইএফএল চ্যাম্পিয়নশিপে পয়েন্টস টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে ২০২১-২০২২ মৌসুমে প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি। কিন্তু, প্রিমিয়ার লিগের প্রথম ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২ জয়ে মাত্র ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে অবস্থান করে দলটি। 

যার জন্য দলটি তাদের পুরনো কোচ ফ্রান্সিসকো জাভিয়ার মুনোজ ল্লমপার্টকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করে দেয়। পরে, গত ২১ অক্টোবর ২০২১ ওয়াটফোর্ড এক বিবৃতিতে ঘোষণা দেয় যে, দুই বছরের চুক্তিতে ওয়াটফোর্ডের নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক ইতালিয়ান ডিফেন্ডার ক্লাওদিও রানিয়েরি। 

সাবেক এই ইতালিয়ানের নেতৃত্বে ওয়াটফোর্ড মোট ১৪টি ম্যাচ খেলে। যার মধ্যে শুধুমাত্র ২টি ম্যাচেই জয়ের দেখা পায় দলটি। বাকি ১২টি ম্যাচের মধ্যে ১টি ম্যাচ ড্র এবং ১১টি ম্যাচে হারের মুখ দেখতে হয় ওয়াটফোর্ডকে। 

এছাড়াও, ওয়াটফোর্ড রানিয়েরির নেতৃত্বে ১৪টি ম্যাচে মোট ৩৪টি গোল হজম করেছে এবং যেখানে তারা ১৪টি ম্যাচে গোল করেছে মাত্র ১৭টি। ক্লাওদিও রানিয়েরির নেতৃত্বে ক্লাবের এমন খারাপ পার্মরম্যান্সের জন্য বর্তমানে ক্লাবটি রেলিগেশন জোনে অবস্থান করছে অর্থাৎ, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে রয়েছে ক্লাবটি।

ক্লাওদিও রানিয়েরির নেতৃত্বে ক্লাবের এমন খারাপ অবস্থা ও বাজে পার্ফম্যান্সের জন্য ওয়াটফোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, তারা সাবেক এই ইতালিয়ানকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি জানাবে এবং গত ২৪ জানুয়ারি রানিয়েরিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেয়।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

ফুটবলের আরও খবর জানুন…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top