চট্টগ্রামের হার

ঘরের মাঠে বরিশালের কাছে চট্টগ্রামের হার !

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ফেজ ২ এর চট্টগ্রাম পর্বের ১৬ তম ম্যাচে বিকাল ৫ টা ৩০ মিনিটে জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেন্জার্স। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব।

বরিশালের ইনিংস শুরুতেই ধাক্কা খাই ওপেনার মুনিম শাহরিয়ারের আউটে। ইনিংসের ও শরিফুলের ৩য় বলে দলীয় মাত্র ২ রানে আউট হন মুনিম(১)। আরেক ওপেনার ইউনিভার্স বস ক্রিজ গেইল তখন শুরু করেন নাজমুল শান্তকে নিয়ে রানের খাতা খোলা। দলীয় ৪৪ রানে ব্যক্তিগত ১৯ বলে ২৫ রানের মাথায় গেইল আউট হন উইল জ্যাকের বলে। গেইল আউট হলে সাকিবের সাথে ক্রিজ শেয়ার করেন শান্ত।

 শান্ত আউট হন দলীয় ৭৫ রানের মাথায়। আফিফের বলে আকবর আলিকে ক্যাচ দেয়ার আগে নিজের পাশে যোগ করেন ২৯ বলে ২৮ রান। শান্ত আউট হলে সাকিব জুটি গড়েন  তৌহিদ হ্রদয়ের সাথে। ১৭ বলে ২২ রান করা তৌহিদ আউট হন হাওয়েলের বলে।মাঠে আসেন ডুয়াইন ব্রাভো। এরই মাঝে সাকিব ৩১ বলে তুলে নেন একটি অর্ধশতক।

মৃত্যুন্জয়ের বলে সাকিব আউট হওয়ার পর ব্রাভো আউট হন ৬ বলে ৪ রান করে শরিফুলের বলে। ইরফান শুক্কুর করেন ৫ বলে ৫ রান। অবশেষে বরিশালের ইনিংস থামে ১৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রানে।

বিপিএল এর আরও খবর পড়ুন…

চট্টগ্রামের বোলিং এ আগুন ঝরে মৃত্যুন্জয়ের বলে। মাত্র ২ ওভার বোলিং করে ১২ রানের বিনিময়ে পান ৪ উইকেট। পেসার শরিফুল নেন ৯ রানের বিনিময়ে ২ উইকেট। আফিফ, হাওয়েল ও জ্যাক নেন ১টি করে উইকেট।

১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ওপেনার উইল জ্যাক বরিশালের বোলার মুজিব উর রহমান  এলবিডব্লিউ এর ফাঁদে ফেরেন ৫ বলে ০ রান করে। আরেক ওপেনার আফিফ হোসেন তখন অপর প্রান্তে নামা শামিম হোসেনকে নিয়ে করেন ১০ ওভারে ৭০ রানের এক দুর্দান্ত জুটি। যেখানে সাকিবের বলে আউট হওয়ার আগে আফিফ করেন ৩২ বলে ৩৯ রান। আফিফের সহযোগী শামিম ফেরেন ৩০ বলে ২৯ রান করে দলীয় ৭৬ রানের মাথায় মেহেদি হাসান রানার বলে।

আফিফের পরে নামা চ্যাডউইক ওয়ালটন করেন ১৮ বলে ১৬ রান। ওয়ালটন সাজ ঘরে ফিরেন সাকিবের বলে বোল্ড হয়ে। নাইম ইসলাম ০ রানে ফেরেন সাকিবের এলবিডব্লিউ এ। বিনি হাওয়েল ৪ বলে ১ রান করে আউট হন মুজিবের বলে। আকবর আলিও ফেরেন ০ রানে মুজিবের বলে। মেহেদি মিরাজ প্রতিরোধ গড়ে তুললেও তা শেষ অবধি হাসি আনতে পারেনি চট্টগ্রামের মুখে।

ব্রাভোর বলে মেহেদি বোল্ড আউট হন দলীয় ১১৮ রানের মাথায় ১৩ বলে ২৬ রান করে। মৃত্যুন্জয় অপরাজিত থাকেন ৯বলে ৯ রান করে। শরিফুল করেন ৩ বলে ১০ রান। সব কয়টি উইকেট হারিয়ে চট্টগ্রামের ইনিংস থামে ১৯.৪ ওভারে ১৩৫ রানে।

বরিশালের বোলিং এ যেনো পারুদ ছড়ান মুজিব। ৪ ওভার বল করে ১ টি মেডেন দিয়ে ৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। সাকিব নেন ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট। আর ব্রাভো নেন ৩৫ রান দিয়ে ২ উইকেট।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

সংক্ষিপ্ত স্কোরঃ

ফরচুন বরিশালঃ ১৪৯-১০ (১৯.১)

সাকিব ৫০ (৩১), গেইল ২৫ (১৯), শান্ত ২৮ (২৯), তৌহিদ ২২ (১৭)

মৃত্যুন্জয় ২-০-১২-৪, শরিফুল ২.১-০-৯-২, আফিফ ২-০-১৬-১, জ্যাক ৪-০-৩২-১, হাওয়েল ৩-০-২০-১।

চট্টগ্রাম চ্যালেন্জার্সঃ ১৩৫-১০ (১৯.৪)

আফিফ ৩৯ (৩২), শামিম ২৯ (৩০), মেহেদি ২৬ (১৩)

মুজিব ৪-১-৯-৩, সাকিব ৪-০-২৩-৩, মেহেদি রানা ২-০-২১-২, ব্রাভো ৩.৪-০-৩৫-২।

ফলাফলঃ ফরচুন বরিশাল ১৪ রানে জয়ী।

ম্যাচসেরাঃ সাকিব আল হাসান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top