চা এর ক্ষতিকর দিক

চা এর ৫টি ক্ষতিকর দিক জেনে নিন!

চা এর ক্ষতিকর দিক – সকালবেলা এক কাপ চা না হলে যেন চলেই না। তাছাড়া বন্ধুদের আড্ডা চা ছাড়া একদম ফিকে। চা নিয়ে আসে অফুরন্ত এক ফ্রেশনেস। এটি মাথাব্যথাও কমায়। কিন্তু চায়ের যে কিছু ক্ষতিকর দিক আছে তা কী আপনারা জানেন?  

চলুন আজ তবে জেনে নিই চা এর ক্ষতিকর দিক সম্পর্কে। 

চা এর ৫টি ক্ষতিকর দিক

শরীর ও মন চাঙ্গা করতে এক কাপ চা-ই যথেষ্ট। তবে অতিরিক্ত চা শরীরের জন্য ক্ষতিকর। নীচে সেই ক্ষতির দিকসমূহ আলোচনা করা হলো৷  

চা খেলে যে ৫টি ক্ষতি হতে পারে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

শরীরের আয়রণ শোষণ ক্ষমতা কমিয়ে দেয়

চায়ে থাকে ট্যানিন নামক একটি উপাদান। অতিরিক্ত চা পান করলে এটি শরীরের আয়রণ শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। ফলে মানবদেহে আয়রণের ঘাটতি দেখা দেয়। 

কলারাডোর এক ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায় অতিরিক্ত চা পান করলে শরীরের ৬০% আয়রণ শোষণ ক্ষমতা কমে যায়। বিশেষ করে নিরামিষভোজীদের উপর এটি বিরূপ প্রভাব ফেলে। 

ঔষধের কার্যকারিতা হ্রাস করে

একটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চা খেলে শরীরে যাওয়া এন্টিবায়োটিকের কার্যকারিতা কমে যায়। এছাড়া ক্লোজাপাইন, কেমোথেরাপি ও গর্ভনিরোধক ঔষধ তাদের ক্ষেত্রে কাজ করে না যারা মাত্রাতিরিক্ত চা পান করেন। 

মাথা ঘোরা

চায়ে বিদ্যমান থাকে ক্যাফিন, যা ৪০০-৫০০ মিলিগ্রাম পরিমাণ শরীরে প্রবেশ করলে মাথা ঘোরাতে পারে। এছাড়া উদ্বেগজনিত সমস্যায় থাকা ব্যক্তি স্বল্প পরিমাণে চা পান করলেও চাঞ্চল্য অনুভব করেন। 

গর্ভাবস্থার জটিলতা

গর্ভাবস্থায় অতিরিক্ত চা খাওয়া উচিত নয়। এটি শিশুর ওজন হ্রাস এমনকি গর্ভপাতেরও কারণ হতে পারে। গর্ভবতী মায়ের শরীরে ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। 

এসিড রিফ্লাক্সের সমস্যা

অত্যধিক চা খেলে অন্ত্রে অ্যাসিডের উত্পাদন বাড়তে পারে। অনেকসময় বুক জ্বালা সমস্যার জন্য অতিরিক্ত চা খাওয়ায় দায়ী হয়ে থাকে। 

কতটুকু চা খাবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ মতে দিনে ৩ কাপের বেশি চা খাওয়া উচিত নয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আরো কম। তবে গ্রীনটির ক্ষেত্রে চা খাওয়ার পরিমাণটি বাড়লে সমস্যা নেই। এবং দুধ চায়ের ক্ষেত্রে পরিমাণটি আরো কম।

 সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

খালি পেটে চা, আর না

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা শরীরকে চাঙ্গা করলেও খালিপেটে চা খাওয়া একদম উচিত নয়। এতে হৃদরোগের সমস্যা দেখা দেয় এবং পেটে আলসারের সমস্যা হতে পারে ৷ 

এছাড়া রাতে শোবার আগে কখনোই চা খাবেন না। এটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। খালি পেটে চা খেলে কী হয় জেনে নিন! 

পরিশেষ

যেহেতু চায়ে থাকা ক্যাফেইন শরীরকে চনমনে করে তাই কিছু সময়ে চা খাওয়ায় যায়। তবে অতিরিক্ত চা পান করলে হীতে বিপরীত হয়। তাই চা এর ক্ষতিকর দিক মাথায় রেখে পরিমাণ মতো চা খাওয়ায় যায়। 

আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top