চুল সিল্কি করার উপায়

চুল সিল্কি করার ৭টি কার্যকারি উপায় জানুন!

চুল সিল্কি করার উপায় – ঘন, কালো, সুন্দর চুলের প্রশংসা কে না শুনতে চায়। সব সিল্কি, শাইনি ও ঝলমলে চুলের কাঙাল। তাই অনেকেই বেশকিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে থাকেন। 

আজ আমরাও চুল সিল্কি করার উপায় হিসেবে কিছু ঘরোয়া টিপস্ আলোচনা করতে যাচ্ছি। সঙ্গে থাকুন এবং দেখুন নতুন কোনো টিপস আপনার কাজে লাগে কী না। 

চুল সিল্কি করার ৭টি কার্যকারি উপায় ভিডিও তে দেখতে ক্লিক করুন এখানে

চুল সিল্কি করার উপায় 

চুল সিল্কি করার জন্য অনেকেই দামী প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। অনেকেই পার্লারে গিয়ে প্রচুর টাকা ব্যয় করে থাকেন। তবে আশানুরূপ ফল থেকে সবাই ই বঞ্চিত। চুলপড়া প্রতিরোধক ওষুধ কিনুন আমাদের শপ থেকে!

ঘরে বসে প্রাকৃতিক উপাদানে চুল সিল্কি করার বেশকিছু উপায় রয়েছে। চলুন জেনে নেয়া যাক প্রাকৃতিক উপাদান দিয়ে চুল সিল্কি করার সহজ উপায় গুলো কী কী। 

লেবু ও ভিটামিন ই

চুলের যত্নে লেবু বেশ উপকারী। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-সি ও সাইট্রিক এসিড যা চুলের পুষ্টি বজায় রেখে চুলকে সিল্কি করে তোলে। ভিটামিন-ই চুলের স্বাস্থ্য ঠিক রাখে, এবং চুল ঝরা রোধ করে চুলকে করে তোলে ঘন। 

করণীয়:
  • প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামচ রেগুলার শ্যাম্পু নিন। 
  • এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল ও আধা চামচ লেবুর রস নিয়ে ভালভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। 
  • প্যাকটি গোসলের সময় শ্যাম্পুর মতো মাথায় ব্যবহার করুন।  
  • চাইলে এই হেয়ার প্যাকটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। এতে আপনার চুল নরম, সিল্কি ও ঝলমলে হবে।

পাকা কলা ও মধু

চুল পড়া রোধ ও চুল সিল্কি করার সহজ উপায় হিসেবে পাকা কলা টনিকের মতো কাজ করে। পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাসিয়াম ও ভিটামিন। এবং মধুতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা চুলের পুষ্টি বৃদ্ধি করে চুলকে ভেঙে যাওয়া থেকে রোধ করে। 

করণীয়:
  • প্রথমে একটি পাকা কলা ব্লেন্ড করে এর সাথে দুই চা চামচ মধু ও এক চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিক্স করুন। 
  • চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি ভালোভাবে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • সপ্তাহে দুইবার নিয়মিত প্যাকটি ব্যবহার করুন। 
  • এই প্যাকটি ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুল সিল্কি ও সুন্দর হবে।  

এলোভেরা ও টকদই 

চুলের যত্নে এলোভেরা অত্যন্ত উপকারি। চুল সিল্কি করার উপায় হিসেবে এটি একটি কার্যকর পদ্ধতি। 

করণীয়: 
  • চার টেবিল চামচ এলোভেরা জেল, তিন টেবিল চামচ টকদই এবং দুই টেবিল চামচ যেকোনো তেল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। 
  • এরপর প্যাকটি মাথায় আধাঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। 
  • এই প্যাকটি আপনার চুল দ্রুত সিল্কি করে তুলবে।

দই ও মেথি

চুলের যত্নে মেথি বেশ কার্যকরী উপাদান। দেখুন কীভাবে মেথি দিয়ে চুলের যত্ন নেওয়া যায়। চুল পড়া বন্ধ করার ডায়েট – চিকিৎসা ও উপায় সমূহ জেনে নিন!

করণীয়: 
  • মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। 
  • পরদিন সকালে মেথি বেটে নিন অথবা পরিমাণমতো মেথির গুড়ো, টকদই ও জলপাই তেল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। 
  • মিশ্রণটি মাথার ত্বক ও চুলের আগা-গোড়া ভালোমতো লাগিয়ে একঘন্টা অপেক্ষা করুন। 
  • এরপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 
  • এই পদ্ধতিটি আপনার মাথার চুলকানি দূর করবে এবং চুল সিল্কি করবে। 

হেয়ার সিরাম

চুল সোজা ও সিল্কি করার জন্য হেয়ার সিরামের ব্যবহার অপরিহার্য। ঘরে বসে এই সিরামটি তৈরি করা যায়। চুল সিল্কি করতে এটি একটি কার্যকর পদ্ধতি। চা পাতা, এলোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল দিয়ে সিরামটি তৈরি করা যায়। 

করণীয়:
  • প্রথমে আধাকাপ পানিতে দুই চা-চামচ চা পাতা দিয়ে দুই-তিন মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। 
  • এরপর চায়ের লিকারের মধ্যে দুই চামচ এলোভেরা জেল ও দুটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তৈরি করে নিন পারফেক্ট হেয়ার সিরাম। 
  • হেয়ার সিরামটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। 
  • চুল শ্যাম্পু করার পর শুকিয়ে নিয়ে হেয়ার সিরামটি চুলে স্প্রে করতে হবে।
  • সিরামটি ব্যবহারের পর চুল ধোয়ার প্রয়োজন নেই। 
  • এটি নিয়মিত ব্যবহারে চুল সিল্কি ও শাইনি হবে। 

ডিম ও টকদই

ডিম এবং টকদই চুলের যত্নে অত্যন্ত উপকারী। চুল সিল্কি করার উপায় হিসেবে টকদই ও ডিম দারুণ কার্যকরী। 

করণীয়:
  • দুটি ডিমের সাদা অংশ নিন। সাথে টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন।
  • এরপর চুলে লাগিয়ে আধাঘন্টা পর ধুয়ে ফেলুন। 
  • এভাবে প্যাকটি কয়েকদিম ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে ঝলমলে, সিল্কি ও সুন্দর। 

চুলের যত্নে ভিনেগার

চুল সিল্কি করার জন্য ভিনেগার দারুণ উপকারি। এটি নিয়মিত ব্যবহারে আপনার চুলের গড়া মজবুত হবে এবং চুল সিল্কি হয়ে উঠবে।

করণীয়: 
  • এক চা চামচ সাদা ভিনেগারের সাথে এক মগ পানি ও নারিকেল তেল হালকা গরম করে পরিমাণ মতো নিতে হবে। 
  • এরপর তিনটি উপকরণ একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। 
  • মিশ্রণটি হালকা গরম করে নিতে হবে।
  • এরপর এটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবং পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। 

আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!

শেষ কথা 

উপরে উল্লেখিত উপায় গুলো সব ধরনের চুলের যত্নে ব্যবহার করা যাবে। আপনারা যদি ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে চুল সিল্কি করতে চান তবে এই প্যাকগুলি ব্যবহার করতে পারেন। প্যাকগুলো ব্যবহারে আপনার চুল ধীরে ধীরে উজ্জ্বল এবং সিল্কি হয়ে উঠবে। চুল লম্বা করার সহজ উপায় সমূহ জেনে নিন!

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top