আজকের ক্রিকেটের সর্বশেষ খবর

চেন্নাই বনাম দিল্লি প্রথম ইনিংস শেষে

আজকের ম্যাচ

ষষ্ঠ ওভার শেষে দিল্লির সংগ্রহ ছিল ০ উইকেটে ৩৬ রান।ব্যাটিংয়ে ছিল দুই ওপেনার ধাওয়ান এবং প্রতিভসা।
অষ্টম ওভার শেষে শূন্য উইকেটে ৬২ রান।
চলতি ৮ ওভারে জাদেজা কে লম্বা একটা ছক্কা হাঁকান ধাওয়ান সাথে এক চার।
ওভারে মোট ১৩ রান তোলেন।
প্রতিভসা ব্যাট করছেন ৫০* রানে এবং ধাওয়ান আছেন ২৯ রানে*।

দশম ওভার শেষে শূন্য উইকেট দিল্লির রান ৮৮ রান।


দিল্লির সংগ্রহ ১ উইকেটে ১০২ রান। প্রতিভসা ৬৪ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন রিসাভ পান্ট।

ধাওয়ান কে ফেরালেন চাওলা।
শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন প্রতিভসা এবং ধাওয়ান। তবে উইকেট পাচ্ছিলেন না চেন্নাই বোলাররা। ধাওয়ান কে ফিরিয়ে সে খরা কাটিয়েছেন চাওলা।

প্রতিভসা চাওলার বল বুঝতে না পেরে এগিয়ে আসে তুলে মারতে।
তৎক্ষনাৎ বলটি ধরে স্টাম্পিং করেন ধোনি!
১৪তম ওভার শেষে দিল্লির সংগ্রহ ০২ উইকেটে রান।
০৪ রানে ব্যাট করছেন আইয়ার, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন পান্ট।
উইকেটে নেমেই বেশ হাত খুলে ব্যাট করছিলেন প্রতিভসা।ইনিংস মেরামতের সঙ্গে রানের গতিও বাড়াচ্ছিলেন। তবে আরও বিপজ্জনক কিছু করার আগে তাকে ফিরিয়েছেন চাওলা।
ধোনির স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন প্রতিভসা। আউট হওয়ার আগে ০০ বলে ৬৩ রান করেন।
(০০) বলে (০০) রান করেছেন (ব্যাটিং)।(০০)টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি।

১৬তম ওভারে ০২ উইকেটে হারিয়ে দিল্লি ক্যাপিটালস রান তুলেছে ১৩৪।
আয়য়ার ১৪ রানে ব্যাট করছেন।অন্যপান্তে ব্যাটসম্যান হিসেবে মাঠে আছেন পান্ট।
আইয়ার এবং পান্ট ৩৭ বলে জুটিতে ৫৪ রান।
দলীয় ১৫৭ রান দিল্লি ক্যাপিটালস ০২ উইকেট তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

তবে ৩য় উইকেটে আইয়ার কো নিয়ে দলের হাল ধরে ইনিংস মেরামত করে যাচ্ছেন এ ম্যাচেই পান্ট।
এর মধ্যেই গড়েছেন ৫৪ রানের জুটি। মাত্র ৩৭ বলে এ জুটি গড়েছেন তারা।
তাতে আইয়ার এর অবদান ২৬ রান। পান্ট করেছেন ৩২ রান।
আইয়ার কে ফেরালেন ধোনি।

১৯তম ওভার শেষে সংগ্রহ ০৩ উইকেটে ১৬১ রান।
পান্ট ৩৭ ও স্টয়নিস শূন্য রানে ব্যাট করছেন।
দলীয় ২০ ওভার শেষে দিল্লি ক্যাপিটলস এর সংগ্রহ ০৩ উইকেটে ১৭৫ রান। (লিখেছেন – আলিস আল হাসান রাজা)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top