টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

এক নজরে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ অংশগ্রহণকারী সব দলের স্কোয়াড দেখে নিন!

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে। যেখানে অংশগ্রহণ করছে মোট ১৬টি দল। 

প্রথম রাউন্ডের দুই গ্রুপের মধ্যে শীর্ষ থাকা দুই দল যাবে সুপার ১২ পর্বে। ৪৫টি ম্যাচ শেষে আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী সবগুলো দল। 

প্রথম রাউন্ডের দলগুলো ও তাদের স্কোয়াড:

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর জন্য ৮টি দল নির্ধারণ হলেও এখনো বাকি আছে আরও ৪টি স্পট। যার জন্য প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ৮টি দল। দলগুলো হলো: 

গ্রুপ – এ: নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ – বি: আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। 

নামিবিয়া:

জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফান বার্ড, কার্ল বার্কেনস্টক, জান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন, ডিভান লা কক, জান নিকোল ইয়াটন, লো-হান্দ্রে লোরেন্স, তানজেনি লুঙ্গামেনি, বের্নার্ড শোল্জ, বেন শিকোঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রামপেলম্যান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উইসে, পিকি ইয়া ফ্রান্স।

নেদারল্যান্ডস:

স্কট এডওয়ার্ড (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমাদ, টম কুপার, বাস ডি লিড, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, স্টিফান মাইবার্ফ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডওড, টিম প্রিঙ্গেল, বিক্রমজিৎ সিং, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগটেন, রইউলফ ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকরেন।

শ্রীলঙ্কা:

দাসুন শানাকা (অধিনায়ক), চারিত আসালানকা, দুশ্মন্ত চামিরা, ধনঞ্জয়া ডি সিলভা, ধানুশকা গুনাতিলাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, প্রামোদ মাধুশান, দিলশান মাধুশান, কুশল মেন্ডিস, পাথুম নিসানকা, ভানুকা রাজাপাকসা, মাহিশ থিকশানা, জেফরে ভেন্ডারসে।

স্ট্যান্ড বাই: আশেন বান্দারা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুওয়ানিদু ফার্নান্দো, প্রভিন জয়াভিকরামা।

সংযুক্ত আরব আমিরাত:

চুন্দানগাপোয়িল রিজওয়ান (অধিনায়ক), ব্রিত্তা আরাভিন্দ, সাবির আলি, কাশিফ দাউদ, জাওয়ার ফারিদ, বাসিল হামিদ, আয়ান খান, জাহুর খান, আরিয়ান লাকরা, কার্তিক মাইয়াপ্পান, আহমাদ রাজা, আলিশান শারাফু, জুনায়েদ সিদ্দিকী, চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম।

স্ট্যান্ড বাই: সুলতান আহমেদ, ফাওয়াদ নাওয়াজ, সঞ্চিত শর্মা।

আয়ারল্যান্ড:

এন্ড্রিউ বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক আদের, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিয়ন হ্যান্ড, জশ লিটল, বেরি ম্যাককার্থি, কনর অলফার্ট, সিমি সিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।

স্কটল্যান্ড:

রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, জশ ডেভি, ক্রিস গ্রিভস, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলয়েড, ব্রেন্ডন ম্যাকমালান, জর্জ মুনশি, সাফিয়ান শরীফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়াল্লাস, মার্ক ওয়াট, ব্রেড হুইল।

ওয়েস্ট ইন্ডিজ:

নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ইয়ান্নিক কারিয়া, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাক্কয়, রেইম রেফার, ওডিন স্মিথ।

জিম্বাবুয়ে:

ক্রেইগ এরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্রেড ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাদানদে, ওয়েসলে মাদেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গ, ব্লেসিং মুজারাবানি, সিকান্দার রাজা, রিচার্ড নগারাভা, মিল্টন শুম্বা, সিন উইলিয়ামস।

স্ট্যান্ড বাই: তানাকা চিভাংগা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাসে মারুমানি, ভিক্টর নিয়াউচি।

সুপার – ১২’র দলগুলো ও তাদের স্কোয়াড: 

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বে খেলা দলগুলো ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। যেখানে ২০২১ বিশ্বকাপের পার্ফম্যান্সের উপর ভিত্তি করে শীর্ষ ৮ দল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সরাসরি জায়গা করে নেয় এবছরের সুপার ১২ পর্বে এবং বাকি দল – নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে প্রথম পর্বের জন্য। সুপার ১২ এ থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বাকি ৭টি দলের স্কোয়াডও ইতিমধ্যে ঘোষণা করেছে নিজ নিজ দলগুলো।

অস্ট্রেলিয়া:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যাশটন আগার, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড, অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান:

মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, ফারিদ আহমেদ, কাইস আহমেদ, ফজলহক ফারুকী, উসমান গণি, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, আজমাতউল্লাহ ওমারজাই, দারউইশ রাসুলি, মোহাম্মদ সালিম, নাভিন উল হক, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই।

স্ট্যান্ড বাই: রহমত শাহ, গুলবাদিন নাইব, আফসার জাজাই, শারাফউদ্দিন আশরাফ।

বাংলাদেশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলি, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ড বাই: শেখ মাহেদি হাসান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।

ইংল্যান্ড:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাউইদ মালান, আদিল রাশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিসি টপলে, ডেভিড উইলে, ক্রিস উকস, মার্ক উড।

স্ট্যান্ড বাই: লিয়াম ডসন, টাইমাল মিলস, রিচার্ড গ্লিসন।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, রাভিচন্দ্রন আশ্বিন, জাসপ্রিত বুমরাহ, দিপাক হুডা, যুজবেন্দ্র চাহাল, দিনেশ কার্তিক, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, আক্সার পাটেল, হার্শাল পাটেল, আর্শদিপ সিং, সূর্যকুমার যাদব। 

স্ট্যান্ড বাই: রাভি বিশ্বয়, দিপাক চাহার, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোডি, টিম সাউদি।

পাকিস্তান:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলি, হায়দার আলি, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, মোহাম্মদ নাওয়াজ, উসমান কাদির, হারিস রউফ, খুশদিল শাহ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম।

স্ট্যান্ড বাই: শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হারিস, ফখর জামান।

দক্ষিণ আফ্রিকা:

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হ্যান্ডরিক্স, হেনরিচ ক্লাসেন, কেশব মাহারাজ, ডেভিড মিলার, এইডেন মার্করাম, লুঙ্গি নগিডি, এনরিখ নকিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রেটোরিয়াস, কাগিসো রাবাডা, রাইলি রুশো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস।

স্ট্যান্ড বাই: বিজর্ন ফরচুন, মার্কো জেনসেন, এন্ডাইল ফেহলুকওয়ায়ো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top