টি-২০ বিশ্বকাপে খেলবেন না

টি-২০ বিশ্বকাপে খেলবেন না দেশ সেরা বামহাতি ওপেনার তামিম ইকবাল!

আসন্ন আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে খেলবেন না দেশ সেরা বামহাতি ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। নতুন ক্রিকেটারদের দলে সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি বুধবার নিজের ফেইসবুক পেইজে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল ইসলাম আবেদীন নান্নুকেও তামিম এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন। তামিম ইকবালের ফেসবুক পেইজে আপলোড করা ভিডিওতে বলেন, 

“আশা করি সবাই ভালো আছেন। ছোট একটা ঘোষণা ছিল। আমি আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই এবং প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি। যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমি উনাদেরকে বলেছি যে আমার মনে হয় না আমার বিশ্বকাপ টিমে থাকা উচিত।” 

তামিম বলেন, “যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬ টি-২০ খেলি নাই আর আমার জায়গায় যারা খেলেছিল, আমার কোনোভাবেই মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই। সম্ভবত আমি বিশ্বকাপ দলে থাকতাম। এটা আমি জানিনা কিন্তু আমি মনে করি আমি থাকতাম। আমার মনে হয়না ফেয়ার হতো।”

“তরুণ যারা ওপেন করছে জাতীয় দলে, ওদের সুযোগ পাওয়া উচিত। তারা ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। সম্ভবত, আমার চাইতে তাদের প্রস্তুতি ভালো হবে। সাথে আমি এটাও মনে করি যে, তারা টিমকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে। আমি এ সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এটায় অনড় থাকব। এখানে নতুন করে কিছু বলার নাই আর। যারা আমার খুব কাছের মানুষ, তারা জানেন আমি যা করি সেটা হৃদয় থেকেই করি।” 

সোর্সঃ ফেসবুক পেইজ – তামিম ইকবাল

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

ক্রিকেট নিয়ে আরও পড়ুন….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top