টোয়েন্টিতে হেয়াইটওয়াশ

তৃতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে সিরিজে ৩-০ ‘তে হোয়াইটওয়াশ করলো ভারত!

কলকাতার ইডেন গার্ডেন্সে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে হেয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। 

ওয়েস্ট ইন্ডিজ দলে আসে ৪ পরিবর্তন। দলে যুক্ত হয়েছেন হেইডেন ওয়ালশ জুনিয়র, ফ্যাবিয়ান অ্যালেন, ডমিনিক ড্রেক্স ও শাই হোপ। ভারতের দলেও আসে ৪ পরিবর্তন। দলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে তরুণ পেসার আভেশ খান। বিরাট কোহলি, রিশাভ পান্ত, যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে ডাক পান রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, শারদুল ঠাকুর ও আভেশ খান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কাটেশ আইয়ার, হার্শাল পাটেল, দিপাক চাহার, শারদুল ঠাকুর, রাভি বিশ্বনয়, আভেশ খান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, কাইল মায়ার্স, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, রোস্টন চেস, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, রোমারিও শেপার্ড, ডমিনিক ড্রেক্স, হেইডেন ওয়ালশ জুনিয়র।

১ম ইনিংস:

রোহিত শর্মার পরিবর্তে ভারতের হয়ে এই ম্যাচে ইশান কিশানের সাথে ওপেনিং করেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু, ইশান কিশানের সাথে নিজের ওপেনিং রাঙাতে পারেননি গায়কোয়াড়। ৩য় ওভারের তৃতীয় বলে মাত্র ৪ রান করে জেসন হোল্ডারের কাছে নিজের উইকেট হারিয়ে বসেন এই তরুণ ব্যাটসম্যান। এরপর মাঠে নামেন শ্রেয়াস আইয়ার। 

ইশান কিশানের সাথে দেখে শুনে ভালো মতোই খেলতে থাকেন তিনি। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর হয় ১ উইকেট হারিয়ে ৪৩ রান। ৮ম ওভারে নিজেদের ৫০ রানের জুটি পূর্ণ করেন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার। কিন্তু, পরের ওভারের তৃতীয় বলে শ্রেয়াস আইয়ার আউট হলে ইশান কিশানের সাথে তার ৫৩ রানের জুটি ভাঙে। এরপর, ১০ম ওভারের চতুর্থ বলে ইশান কিশানও ৩৪ রান করে রোস্টন চেসের শিকারে পরিণত হন। 

শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের উইকেটের পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। কিন্তু, রোহিত শর্মা বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১৪তম ওভারের পঞ্চম বলে ৭ রান করে সাজ ঘরে ফেরেন রোহিত। অপরপ্রান্তে সূর্যকুমার যাদব ঠিকই দলের হাল ধরে রাখেন। ভেঙ্কাটেশ আইয়ারকে নিয়ে এক বড় সংগ্রহের দিকেই এগিয়ে যেতে থাকেন তিনি। 

১৮তম ওভারের প্রথম বলেই নিজেদের ৫০ রানের জুটি সম্পূর্ণ করেন ভেঙ্কাটেশ ও সূর্যকুমার। আবার, এরপরের ওভারেই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন সূর্যকুমার যাদব। অবশেষে, ইনিংসের শেষ বলে ৬৫ রান করে সূর্যকুমার আউট হলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান। ভারেতর হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস ছিল তারই। 

ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে ১ উইকেট করে শিকার করেছেন জেসন হোল্ডার, রোমারিও শেপার্ড, রোস্টন চেস, ডমিনিক ড্রেক্স ও হেইডেন ওয়ালশ।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

২য় ইনিংস:

১৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খাই ওয়েস্ট ইন্ডিজ দল। ১ম ওভারেই ৬ রান করে নিজের উইকেট হারান ওপেনিং করতে নামা কাইল মায়ার্স। কাইল মায়ার্সের উইকেট হারানোর ১ ওভার পরই ৩য় ওভারের চতুর্থ বলে নিজের উইকেট হারান আরেক ওপেনার শাই হোপ।

তাদের দুইজনেরই উইকেট শিকার করেছেন দিপাক চাহার। এরপর, দলের হয়ে ধাক্কা সামাল দিতে চেষ্টা করেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। তাদের দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৬৮ রান। কিন্তু, পরের ওভারেই হার্শাল পাটেলের শিকারে পরিণত হন রোভম্যান পাওয়েল। 

তিনি আউট হন ১৪ বলে ২৫ রান করে। পাওয়েলের পর সফরকারীদের হয়ে মাঠে নামেন অধিনায়ক কাইরন পোলার্ড। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। ৯ম ওভারের তৃতীয় বলে তিনিও আউট হন মাত্র ৭ রান করে। এরপর একে একে জেসন হোল্ডার ও রোস্টন চেস নিকোলাস পুরানকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। 

অন্যদিকে, ১৫তম ওভারে ঠিকই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন নিকোলাস পুরান। কিন্তু, তিনিও ১৮তম ওভারের প্রথম বলে ৬১ রান করে আউট হলে ওয়েস্ট ইন্ডিজের হার অনেকখানি নিশ্চিত হয়ে যায়। শেষ ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩১ রান। 

রোমারিও শেপার্ড তার ব্যর্থ চেষ্টার পর ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হন এবং ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করলে ভারতের কাছে সিরিজে টানা তৃতীয় হারের দেখা পাই সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৭ বলে ৬১ রান নিয়েছেন নিকোলাস পুরান। ভারতের হয়ে ৪ ওভার করে ২২ রান খরচে ৩ উইকেট শিকার করেন হার্শাল পাটেল। 

ম্যান অফ দ্যা ম্যাচ: সূর্যকুমার যাদব ৬৫(৩১)।

ম্যান অফ দ্যা সিরিজ: সূর্যকুমার যাদব (১০৭ রান)।

স্কোর:

ভারত – ১৮৪/০৫ (২০ ওভার)

সূর্যকুমার যাদব ৬৫(৩১) ; ভেঙ্কাটেশ আইয়ার ৩৫(১৯)

রোস্টন চেস ১/২৩ (৪ ওভার) ; জেসন হোল্ডার ১/২৯ (৪ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ – ১৬৭/০৯ (২০ ওভার)

নিকোলাস পুরান ৬১(৪৭) ; রোমারিও শেপার্ড ২৯(২১)

হার্শাল পাটেল ৩/২২ (৪ ওভার) ; দিপাক চাহার ২/১৫ (১.৫ ওভার)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top