ফিফা বিশ্বকাপ ২০২২

ফিফা বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দিয়েছেন লিওনেল মেসিসহ স্কোয়াডে থাকা অন্যান্য তারকারা!

আর মাত্র ৪ দিন পরই কাতারে শুরু হতে হচ্ছে ”গ্রেটেস্ট শো অন আর্থ”। তাই একে একে স্কোয়াড ঘোষণা, কাতারে পৌঁছানো ও দলীয় ক্যাম্প নিয়ে ব্যস্ত সময় পার করছে আসরে অংশগ্রহণ করা বড় বড় দলগুলো। যেখানে, ৩৬ বছর পর নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে কোনো অংশেই পিছিয়ে নেই এবারের আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা।

লিওনেল মেসির অধীনে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। ইতিমধ্যে স্কোয়াডে থাকা সকল খেলোয়াড়ই যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আবুধাবিতে আজ রাত ৯:৩০ টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে  মাঠে নামবে আকাশি-সাদা জার্সিধারীরা। 

লিওনেল মেসির অধীনে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এবারের আসরে অংশ নিচ্ছে আলবিসেলেস্তেরা। যেখানে, জিওভান্নি লো সেলসো ছাড়া পুরো দলকেই পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

ডি মারিয়া ও পাওলো দিবালাকে নিয়ে প্রথমে শঙ্কা থাকলেও তারাও ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন এবং দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। এদিকে, কোনো শঙ্কা ছাড়াই ফরাসি লিগের অক্সেরের বিপক্ষে ম্যাচের পর দলের সাথে যোগ দিয়েছেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি।

আর্জেন্টিনার হয়ে সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে লিওনেল মেসির। তাই, নিজেদের প্রিয় তারকার হাতে একবারের জন্য হলেও সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখতে চান বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কোটি আর্জেন্টাইন সমর্থকরা।

মেসির পাশাপাশি সতীর্থ ডি মারিয়ারও হতে পারে এটা শেষ বিশ্বকাপ। আর তাদের শেষ বিশ্বকাপে দলের এই দুই তারকাকে ভালো কিছু উপহার দিতে মুখিয়ে আছে পুরো দল।

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় সাফল্য হলো ১৯৭৮ ও ১৯৮৬ সালের শিরোপা জয়। এরপর ১৯৯০ ও ২০১৪ সালে দুইবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়নের মুকুট পড়া হয়নি দলটির। এবারের আসরসহ মোট ১৭টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকেই বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। সাথে রয়েছে ২০২১ কোপা আমেরিকা ও এবছরের ফিনালিসিমা জয়ের স্মৃতি।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর, গ্রুপ সি’তে কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর রাত ১ টায় মেক্সিকো এবং সর্বশেষ ম্যাচে ১ ডিসেম্বর রাত ১ টায় রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্কালোনি বাহিনী।
আর্জেন্টিনা স্কোয়াড: লিওনেল মেসি (অধিনায়ক), আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোয়াকিন কোরেয়া, পাউলো দিবালা, এক্সেকুয়েল পালাসিয়স, এঞ্জো ফার্নান্দেজ, পাপু গোমেজ, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ন্দ্রো পেরেদেস

রদ্রিগো ডি পল, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, জের্মান পেজ্জেল্লা, ক্রিশ্চিয়ান রোমেরো, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ফ্রাঙ্কো আরমানি, গেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top