বাংলাদেশ আফগান

প্রথম টি ২০ তে বাংলার বাঘেদের দুর্দান্ত জয়!

বাংলাদেশে আয়োজিত সিরিজে আজকে দুপুর ৩.০০ মিনিটে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের  হয়ে নামেন বিপিএল এ নজর পড়া তরুন মুনিম শাহরিয়ার ও বাংলাদেশি মোহাম্মদ নাইম। দলীয় ১০ রানে নিজের নামের পাশে ৫ বলে ২ রান যোগ করতেই ফজলুল হক ফারুকির বলে লেগ বিফরে আউট হন নাইম। নাইমের আউটের পর ওপেনার মুনিম ও টিকতে পারেননি বেশিক্ষণ।

রশিদ খানের এর বলে লেগ বিফরে  ঘরে ফেরেন  ১৮ বলে ১৭  রান করে। বাংলাদেশ দলীয় ২৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায়। নাইমের পরে নামা লিটন দাস  তখন ক্রিজ শেয়ার করেন সাকিব আল হাসানের সাথে। 

দলীয় ৪৭ রানে কায়েস আহমেদের  বলে ক্যাচ আউট হন ৬ বলে ৫ করা সাকিব। সাকিব আউট হলে লিটন ক্রিজ ভাগাভাগি করেন মাহামুদুল্লাহর সাথে। এ জুটি  দীর্ঘ হয় দলীয় ৮০ রান পর্যন্ত। ব্যক্তিগত ৭ বলে ১০ রানের মাথায় আজমাতুল্লাহর বলে লেগ-বিফরে আউট হন মাহামুদুল্লাহ।

একপাশে ক্রিজ আঁকড়ে পরে থাকা লিটন এবার সঙ্গী হিসেবে পান আস্থাবান আফিফ হাসানকে। দুজনে মিলে গড়েন ৪৬ রানের এক জুটি।

এ জুটি কাটা পরে দলীয় ১২৬ রানের মাথায় ফারুকির বলে লিটনের ক্যাচ আউটে। ৪৪ বলে ৬০ রান করে আউট হন লিটন। তারপরে ১ রান যোগ হতেই আউট হন আফিফ ব্যাক্তিগত ২৪ বলে ২৫ রান করে। ইয়াসির আউট হন ৭ বলে ৮ রান করে। মিরাজ আউট হন ৫ বলে ৭ রান করে। সবশেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান। 

ক্রিকেট নিয়ে আরও পড়ুন…

বোলিং এ আফগানের ফারুকি নেন ২৭ রানের বিনিময়ে ২ টি উইকেট। আজমতুল্লাহ ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ২টি উইকেট। সাথে রশিদ খান আর কায়েস আহমেদ নেন ১ টি করে উইকেট।

বাংলাদেশের দেয়া ১৫৬ রানের টার্গেটে ওপেনিং এ নেমে দলীয় ১ রানের মাথায় ইনিংসের ও  নাসুম আহমেদের ২য় বলে ২ বল খেলে  ০  রান করে রহমানুল্লাহ গুরবাজ নাইমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।আরেক ওপেনার হাজমতুল্লাহ জাজাই আউট হন ৭ বলে ৬ রান করে। দলীয় ৮  রানের মাথায় ৬ বলে ২  রান করে নাসুমের বলে বোল্ড  আউট হন রাসুলি। 

দলীয় ২০ রানের মাথায় করিম জিনাত আউট হন ৮ বলে ৬ রান করে। মাসুমের বলে মেহেদিকে ক্যাচ দিয়ে আউট হন জিনাত। অপরদিকে থাকা  নাজবুল্লাহ জাদরান জুটি গড়েন মোহাম্মাদ নাবির সাথে। ১০.৫ ওভারে  দলীয় ৫৭ রানে তাঁদের এ জুটি ভাঙ্গেন সাকিব ১৯ বলে ১৬ রান করা নাবিকে আফিফের হাতে ক্যাচ দিয়ে।

তখনো ক্রিজে থাকা জাদরানের এবারের সহযোগী আজমতুল্লাহ। কিন্তু দলীয় ৬২ রানে জাদরান আউট হন সাকিবের বলে মুনিমকে ক্যাচ দিয়ে। ব্যাক্তিগত ২৬ বলে ২৭ করে আউট হন জাদরান। আজমতুল্লাহ আউট হন মুস্তাফিজের বলে  দলীয় ৮৫ রানে ১৬.৩ ওভারে মাহামুদুল্লাহকে ক্যাচ দিয়ে। রশিদ খান করেন ৭ বলে  রান। অবশেষে আফগানদের ইনিংস থামে ১৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৪ রানে। 

বোলিং এ নাসুম নেন ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট। শরিফুল নেন ২৯ রান দিয়ে ৩ উইকেট।

 সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১৫৫-৮ (২০)

মুনিম ১৭(১৮), আফিফ ২৫(২৪), লিটন ৬০(৪৪), মেহেদি ৫(৭)

ফারুকি ৪-০-২৭-২, রশিদ ৪-০-১৫-১, কায়েস ২-০-২১-১, আজমতুল্লাহ ৪-০-৩১-২

আফগানিস্তানঃ ৯৪-১০ (১৭.৩)

জাদরান ২৬(২৭), নাবি ১৬(১৯), আজমাতুল্লাহ ২০(১৮), জাজাই ৬(৭)

নাসুম ৪-০-১০-৪, শরিফুল ৩.৪-০-২৯-৩, সাকিব ৪-০-১৮-২, মুস্তাফিজ ৩-০-১৯-১

ফলাফলঃ বাংলাদেশ ৬১  রানে জয়ী।

ম্যাচসেরাঃ নাসুম আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top