ব্রাজিল দল

কাতার বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে নিচ্ছে ব্রাজিল দল!

আগামী ২০ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। ফলে, ইতালির তুরিনে সম্পূর্ণ স্কোয়াডের সব খেলোয়াড়কে নিয়ে ট্রেনিং শুরু করেছেন ব্রাজিল কোচ তিতে। কাতার বিশ্বকাপে ইউরোপের দুই দল সুইজারল্যান্ড, সার্বিয়া এবং আফ্রিকার দল ক্যামেরুনের সাথে গ্রুপ-জি’তে স্থান পেয়েছে ব্রাজিল।

ফেভারিট হিসেবেই কাতার বিশ্বকাপে যাবে তিতের শিষ্যরা। ইতোমধ্যে, নিজেদের ষষ্ঠ শিরোপার জয়ের জন্য থিয়াগো সিলভার নেতৃত্বে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল বস তিতে। ২৬ সদস্যের দলে কোনো চমক না থাকলেও, অনেক জল্পনা-কল্পনার পরও দলে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী দানি আলভেস।

বিশ্বকাপের জন্য স্কোয়াডে থাকা সকলেই আগেই দলে যোগ দিলেও ফ্রেঞ্চ লিগে অক্সেরের বিপক্ষে ম্যাচ খেলে এবং ফ্লাইট জটিলতার কারণে সবশেষে দলের সাথে যোগ দিয়েছেন দুই পিএসজি তারকা নেইমার জুনিয়র এবং মার্কুইনোস।

স্কোয়াডে কোনো ইঞ্জুরির সমস্যা না থাকায় সকলকেই ট্রেনিং সেশনে পাচ্ছেন তিতে। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটানো ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড রবার্তো ফিরমিনো এবং ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহাইসের। এছাড়াও, দলে জায়গা পাননি মার্সেলো, ম্যাথাউস কুনহা, এমারসন, রেনান লোদি এবং ফিলিপ কুতিনহোর মতো তারকা খেলোয়াড়েরা।

১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে মোট পাঁচবার শিরোপা জয়ের মাধ্যমে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল হলো ব্রাজিল। এছাড়াও, বিশ্বকাপের এখন পর্যন্ত মোট ২২টি আসরের সবগুলোতেই অংশগ্রহণ করা একমাত্র দল সেলেকাউরা।

এটাই হতে যাচ্ছে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়রের সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তাই, নিজের সেরাটা দিয়ে ব্রাজিল দলকে হেক্সা শিরোপা জেতাতে চান নেইমার জুনিয়রসহ দলের সকলেই।

আগামী ২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট হিসেবে কাতার মিশন শুরু করবে তিতের শিষ্যরা। এরপর, আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ০৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পয়িনসরা।

ব্রাজিল স্কোয়াড : থিয়াগো সিলভা (অধিনায়ক), এলিসন ব্যাকার, এডারসন মোরায়েস, ওয়েভেরটন, দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেল্লেস, মার্কুইনোস, এডের মিলিটাও, গ্লিসন ব্রেমার, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারাইস, লুকাস পাকুয়েতা, এভারটন রিভেইরো, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্টনি ম্যাথিউস, রাফিনহা আলকান্তারা, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, পেদ্রো, রদ্রিগো। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top