মমিনুল

তৃতীয় দিনের শেষ সেশন টা ভাল যায় নি বাংলাদেশের!

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ১৭১ রানের বড় লিড নিয়ে ব্যাটিং  করতে নেমে মাত্র ৩৩ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান কে হারায় টাইগাররা। 

প্রথমেই কর্নওয়ালের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তামিম ইকবাল। তারপর একই ওভারের শেষ বলে ক্যাচ তুলে দেন নাজমুল হাসান শান্ত। সাদমান ও উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। 

অধিনায়ক মমিনুল এবং মুশফিকুর রহিম বাকি সময়টা দেখে শুনেই পার করেন। মমিনুল ৩১ রান ও মুশফিক ১০ রান করে তৃতীয় দিন মাঠ ছাড়েন। ৩য় দিন শেষ বাংলাদেশ সর্বমোট লিড পায় ২১৮ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ নেন ৪ উইকেট। ব্যাটিং এর পর বোলিংয়ে ও দূর্দান্ত ছিলেন এই তরুণ অল-রাউন্ডার। ৫৭৮ রা খরচায় তিনি তুলে নেন ৪ উইকেট।

মমিনুল

এছাড়াও মুস্তাফিজ, নাঈম এবং তাইজুল ইসলাম প্রত্যকে নেন ২ টি করে উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রাথওয়েট ৭৬, মায়ার্স ৪০ এবং ব্লাকউড করেন ৬৮ রান।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ-দ্বিতীয় ইনিংসঃ ৪৭/৩ (ওভার-২০)- মমিনুল ৩১* মুশফিকুর ১০*, কর্নওয়াল ২৮/২।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top