মেহেদী হাসান মিরাজ

ঢাকা টেস্ট নিয়ে মিরাজের প্ল্যানিং-জিততে চায় বাংলাদেশ!

ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে রয়েছে ক্যারিবিয়ানরা। এখন টাইগার অধিনায়ক মমিনুলের একটাই টার্গেট চতুর্থ দিনে চাপের মুখে রেখে সব গুলো উইকেট নিতে চায় টাইগাররা।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ কে ১৫০-২০০ রানের মধ্যে আটকে দিতে চায় টাইগাররা। যদি বাংলাদেশ এই লক্ষ্য পূরন করতে পারে, তারপরেও বাংলাদেশব ৩০০ এর বেশি রানের টার্গেটে ব্যাটিং করতে নামতে হতে পারে।

মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ বিশ্বাস হারাতে চাচ্ছেন না। তিনি আশা করছেন সিনিয়র ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব পালন করতে পারলে আগামি দিন যে কিছু হতে পারে।

মিরাজ আরও বলেন, ‘পঞ্চম দিনে ও দ্বিতীয় ইনিংসে টার্গেটে ব্যাটিং করা সব সময় কঠিন। এই উইকেটে ব্যাটিং করা কঠিন হবে। দ্রুত তোলা ই আমাদের লক্ষ্য থাকবে। প্রথম ইনিংসে রান করা তুলনামূলক সহজ ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা আরো কঠিন হবে।’

প্রথম টেস্টে চারদিন রাজত্ব করার পরেও ক্যারিবিয়ান-দের কাছে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে চাইলেও উল্টো চাপের মুখে আছে টাইগাররা। 

মিরাজের ভাষ্য মতে, আমি মনে করি আমরা বোলাররা যদি ওয়েস্ট ইন্ডিজ কে ১৫০-২০০ রানের মধ্যে সবগুলো উইকেট তুলে নিতে পারি তাহলে আমাদের সামনে অবশ্যই সুযোগ আসবে। তবে ৩০০ বা তার বেশি রানের টার্গেটে ব্যাটিং করা এই উইকেটে বেশ কঠিন হবে। আমি বিশ্বাস করি আমাদের দলের সিনিয়র প্লেয়াররা ভাল খেলতে পারলে সব কিছুই সম্ভব। প্রথম টেস্টের পঞ্চম দিনে যা হয়েছে তা আমাদের কল্পনায়ও ছিল না। আমরা ভেবেছিলাম আমরা ম্যাচটা জিতবো অথবা ম্যাচটা ড্র হবে।’

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top