ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখতে নতুন মৌসুমের জন্য দলে নিয়েছে তারকা ফুটবলারদের!

২০২১/২০২২ মৌসুম তুলনামূলক ভালোভাবেই শেষ করেছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে শুধুমাত্র প্রিমিয়ার লিগ শিরোপা জিতেই খুশি থাকতে হয় পেপ গার্দিওলার শিষ্যদের।

মৌসুমের শেষ ম্যাচে এ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আকাশী নীল জার্সিধারিরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলেও সেখানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে অ্যাগ্রিগেটে ৬-৫ গোলে হেরে বিদায় নিতে হয়।

এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি ম্যানচেস্টার সিটি। এফএ কাপ এবং কারাবাও কাপও হাত ছাড়া হয় সিটিজেনদের। ২১/২২ মৌসুমের সাফল্য বলতে আছে শুধুমাত্র এই প্রিমিয়ার লিগ শিরোপা।

গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সকলকে দারুণ খেলা উপহার দেওয়ার পরও শেষ পর্যন্ত ইউরোপ সেরার খেতাব হাত ছাড়া হয় ম্যান. সিটির। নতুন মৌসুমে চ্যাম্পয়িন্স লিগ শিরোপা খরা কাটাতে ও প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে দারুণ কিছু সাইনিং করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 

আর্লিং হালান্ড : ২২/২৩ মৌসুমের আগে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় সাইনিং হলো তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া।

৫২ মিলিয়ন ইউরোতে ৫ বছরের চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ তারকা খেলোয়াড়। বরুশিয়ার হয়ে তেমন কোনো শিরোপা জিততে পারেননি হালান্ড। কিন্তু, হলুদ কালো জার্সিধারীদের হয়ে তার ক্যারিয়ার রেকর্ড ছিল অসাধারণ।

ডর্টমুন্ডের হয়ে তিনি মাত্র ৬৭ ম্যাচ খেলে করেছেন ৬২ গোল এবং হালান্ড তার জাতীয় দল নরওয়ের হয়ে ২১ ম্যাচ খেলে করেছেন ২০ গোল। তার অসাধারণ এসব পারফর্ম্যান্সের সকলেই আশা করছে যে সিটি কোচ পেপ গার্দিওলার নের্তৃত্বে হালান্ড সিটিতে দারুণ কিছুই করবেন। 

স্টেফান ওরতেগা : ম্যানচেস্টার সিটির আরেক সাইনিং হলো অভিজ্ঞ জার্মান গোলরক্ষক স্টেফান ওরতেগা মরেনো। জার্মান জাতীয় দলের হয়ে এখনো ওরতেগার অভিষেক না হলেও ক্লাব ফুটবলে তার অভিজ্ঞতা আছে।

জার্মান ক্লাব আর্মিনিয়া বাইফিল্ড থেকে ফ্রি ট্রান্সফারে ৩ বছরের চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত সিটিতে যোগ দিয়েছেন এই গোলরক্ষক। আর্মিনিয়া বাইফিল্ড জার্মান বুন্দেসলিগার ২১/২২ মৌসুমে তেমন নজরকাড়া কোনো ফলাফল না করতে পারলেও ব্যাক্তিগতভাবে ভালো পারফর্ম্যান্স দিয়েছেন ওরতেগা।

মূলত সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন মোরায়েসের ব্যাকআপ হিসেবেই আনা হয়েছে ওরতেগাকে। এর আগে এডারসনের ব্যাকআপ হিসেবে জ্যাক স্টিফেন থাকলেও তার খারাপ পারফর্ম্যান্সের জন্য তার দল ছাড়ার গুঞ্জন রয়েছে। 

ক্যালভিন ফিলিপস : গ্রীষ্মকালীন দলবদলে সিটিজেনদের তৃতীয় সাইনিং হলো তরুণ ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপস। লিডস ইউনাইটেড থেকে ৪২ মিলিয়ন ইউরো এবং ৮ মিলিয়ন ইউরো এ্যাড অন্সে ৬ বছরের জন্য ২০২৮ সাল পর্যন্ত সিটির সাথে চুক্তি করেছেন এই ইংলিশ মিডফিল্ডার।

এর আগে লিডস ইউনাইটেডের হয়ে এবং তার জাতীয় দল ইংল্যান্ডের হয়ে ভালো পারফর্ম্যান্স করে সকলের নজরে আসেন। তার এই ভালো খেলার জন্য ম্যানচেস্টার সিটি তাকে দলে ভিড়িয়ে নেয়।

জুলিয়ান আলভারেজ : গত মৌসুমের শীতকালীন দলবদলেই নিশ্চিত হয় যে আর্জেন্টাইন উইংগার জুলিয়ান আলভারেজ রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে নতুন মৌসুমের আগে যোগ দেবেন। রিভার প্লেট থেকে ১৮.৫ মিলিয়ন ইউরোতে জুন ২০২৭ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন উইংগার।

মূলত রাহিম স্টার্লিং দল ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার কারণে তার পরিবর্তন হিসেবে দলে জুলিয়ান আলভারেজকে নেওয়া হয়েছে। রিভার প্লেটের হয়ে তিনি মোট ৭৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ গোল। ইতোমধ্যে, আলভারেজসহ সকল নতুন খেলোয়াড়েরা দলের সাথে ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন। 

এছাড়াও, ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন রিয়াদ মাহারেজ, রদ্রিগো হার্নান্দেজের মতো ফুটবলাররা। দল ছেড়ে চলে গেছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। যাদের মধ্যে রাহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল জেসুস এবং ফার্নান্দিনহো অন্যতম।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top