রংপুর রাইডার্স

৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নিল রংপুর!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৪০তম ম্যাচে আজ মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

চট্টগ্রামের পক্ষে ওপেনিংয়ে ক্রিজে আসে উসমান খান ও ম্যাক্স ও’দাঊদ। প্রথম থেকেই চট্টগ্রামের ব্যাটারদের চেপে ধরে রংপুরের বোলাররা। ম্যাক্স ও’দাঊদ ভালো শুরু করলেও ফিরতে হয় দ্রুতই। ৯ বলে ১১ রানের ইনিংস খেলে তৃতীয় ওভারে রাকিবুল হাসানের বলে হারিস রউফের হাত বন্দি হয়ে সাজঘরে ফিরে ম্যাক্স ও’দাঊদ। 

এর পরের ওভারেই উসমান খানকেও তুলে নেয় আজমতউল্লাহ ওমরাজাই। ৮ বলে ২ রানের ইনিংস খেলে ফিরে উসমান। তারপরের ওভারেই আরও একটা উইকেট হারায় চট্টগ্রাম।। ৭ বলে ৪ রানের ইনিংস খেলে আউট হয় মেহেদী মারুফ। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় চট্টগ্রাম। দলীয় ৪৩ রানে আফিফ হোসেন আউট হয়। এরপর পঞ্চম উইকেট হারায় দলীয় ৫৯ রানে। 

অপর প্রান্তে ক্রমাগত উইকেট পড়তে থাকলেও টিকে ছিল তৌফিক তুষার। ষষ্ঠ উইকেটে তুষারকে সঙ্গ দিতে মাঠে আসে অধিনায়ক জিয়াউর রহমান। দুজনে মিলে দলকে কিছুক্ষণ টানলেও দীর্ঘস্থায়ী হয়নি তাদের জুটিও। ১৪তম ওভারে বলে এসে তাদের জুটি ভাঙে রাকিবুল হাসান। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে তুষার।

এরপর মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান কিছুক্ষণ টানলেও জিয়াউরকেও ফিরতে হয় অল্প পরেই। শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় ও ভিয়াসকান্ত শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে যায়। ইনিংসের শেষ বলে ১০ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয় ভিয়াসকান্স। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। ২০ বলে ১৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিল মৃত্যুঞ্জয় চৌধুরী। রংপুরের পক্ষে দু’টি করে উইকেট শিকার করে রাকিবুল হাসান ও হারিস রউফ। 

১৩৩ রানের টার্গেট নিয়ে রংপুরের পক্ষে ওপেনিংয়ে নামে মোহাম্মদ নাঈম ও রনি তালুকদার। দু’জনে মিলে শুরুটা ভালোই করে। নাঈমের প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে রান এগোতে থাকে রংপুরের। তবে বেশীক্ষণ তাকে মাঠে থাকতে দেয়নি মোহাম্মদ নিহাদুজ্জামান।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ১২ বলে ২০ রানের ইনিংস খেলা নাঈমকে সাজঘরে ফেরায় নিহাদুজ্জামান। এরপর রনি তালুকদারকে সঙ্গ দিতে শুরু করে রহমানউল্লাহ গুরবাজ। অষ্টম ওভারে বোলিংয়ে এসে রনিকে সাজঘরে ফেরায় জিয়াউর রহমান। ২৭ বলে ২৮ রানের ইনিংস খেলে বিদায় নেয় রনি। 

এরপর একের পর এক চার হাঁকিয়ে রান এগিয়ে নিচ্ছিল রহমানউল্লাহ গুরবাজ। অবশেষে গুরবাজকে থামায় নিহাদুজ্জামান। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস যায় গুরবাজের। গুরবাজকে থামালেও ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।

দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে গুরবাজ। শেষে দলকে জয় পর্যন্ত নিয়ে যায় নুরুল হাসান সোহান ও টম। এতে ২৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় রংপুর। ১৩ বলে ১৫ রান করে অপরাজিত ছিল সোহান এবং ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিল টম। 

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১৩২/৮ (২০) 

জিয়াউর রহমান ৩৩ (২৫)

তৌফিক খান তুষার ২৮ (২৬)

মৃত্যুঞ্জয় চৌধুরী ১৭ (২০) 

হারিস রউফ ২ – ১৪ – ৪

রাকিবুল হাসান ২ – ২৬ – ৪

রংপুর রাইডার্স – ১৩৫/৩ (১৬)

রহমানউল্লাহ গুরবাজ ৪৬ (৩০) 

রনি তালুকদার ২৮ (২৭)

মোহাম্মদ নাঈম ২০ (১২)

মোহাম্মদ নিহাদুজ্জামান ২ – ২৪ – ৪

জিয়াউর রহমান ১ – ১৯ – ২

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হারিস রউফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top