শেষ ১৬ এর আশা বাঁচিয়ে রাখলো

সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ এর আশা বাঁচিয়ে রাখলো লেওয়ানডস্কির পোল্যান্ড।

ফিফা বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো শেষ ১৬’তে যাওয়ার আশাই আজ সন্ধ্যা ৭ টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামে তিনবারের এশিয়ান শিরোপা জয়ী সৌদি আরব।

পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জিতলেই শেষ ১৬ নিশ্চিত হবে এমন সমীকরণে খেলতে নামে গ্রীন ফ্যালকন্সরা। অপরদিকে, শেষ ১৬’তে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না পোল্যান্ডের। এর আগে বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে কখনোই মুখোমুখি হয়নি পোল্যান্ড। 

১ম হাফ : প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ভালোই ছন্দে ছিল সৌদিরা। ম্যাচের শুরু থেকেই সুন্দর ভাবে বলের উপর দখল নিয়ে খেলতে থাকে সৌদি আরব। কিছু ভালো সুযোগ তৈরি করলেও পোল্যান্ডের জালে বল জড়াতে পারেনি সবুজ জার্সিধারীরা।

অন্যদিকে, ম্যাচের ৩৯ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডস্কির বাড়ানো বলে গোল দিয়ে পোলিশদের ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান পিওতোর জিয়েলিন্সকি। এক গোলে পিছিয়ে পড়লেও প্রথম হাফের ইঞ্জুরি টাইমে পেনাল্টিতে সৌদি আরবকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পান সালেম আল দাওসারি।

কিন্তু, পোল্যান্ড গোলরক্ষক উযেক শেজনির অসাধারণ এক সেভের ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে গ্রীন ফ্যালকন্সরা। 

২য় হাফ : ১-০ গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে হার্ভে রেনার্ডের শিষ্যরা। ফলে, মাঠে বলের উপর নিজেদের আধিপত্য ধরে রেখে একের পর এক শট নিতে থাকে সৌদি খেলোয়াড়রা।

কিন্তু, গোলের দেখা পায়নি তারা। অপরদিকে, সৌদির একের পর এক আক্রমণের মধ্যে পোল্যান্ডও কিছু আক্রমণ চালায়। ফলে, ম্যাচের বয়স যখন ৮২ মিনিট হয় তখন দলের অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি গোল দিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়ে ঈগলসদের জয় প্রায় নিশ্চিত করেন। এরপর, ম্যাচে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পোলিশরা। 

ফলে, গ্রুপ-সি থেকে শেষ ১৬’তে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পোল্যান্ড। অপরদিকে, এই ম্যাচ হারায় গ্রুপ-সি থেকে শেষ ১৬’তে যেতে হলে মেক্সিকোর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে সৌদি আরবকে। আবার, প্রথম ম্যাচের হারের পর সৌদি আরবের বিপক্ষে পোলিশদের এই জয়ে রাউন্ড অফ ১৬’তে যাওয়ার পথ আরও কঠিন হয়ে গেলো আর্জেন্টিনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top