হামদর্দ এর কাশির ঔষধ

কাশির ৫টি কার্যকরি ঔষধ এর বিস্তারিত বিবরণ!

আপনি কি কাশিতে কষ্ট পাচ্ছেন? হামদর্দ এর কাশির ঔষধ খেলে মিলবে প্রশান্তি। আপনারা যারা কাশির জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের সিরাপ বা ট্যাবলেট সেবন করে থাকেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না আজকের আলোচনা তাদের জন্য।

গরম বা শীতে, খুসখুসে কাশি বা দীর্ঘদিনের কাশি মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলে। এছাড়াও কাশি নিরাময়ের জন্য বাজারে বিক্রিত ট্যাবলেট বা অন্যান্য সিরাপ শরীরের জন্য শুভ নয়। 

আজকে আমরা জানবো হামদর্দ এর কার্যকরী বেশ কিছু কাশির সিরাপ এবং অন্যান্য ঔষুধ যা আপনার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। 

হামদর্দ এর কাশির ঔষধ

হামদার্দ মানবদেহের বিভিন্ন ধরনের জটিল সমস্যা সমাধানের জন্য অনেক কার্যকরী ঔষধ উৎপাদন করে থাকে। হামদর্দের কাশির সিরাপ গুলির মধ্যে এলভাসিন, সাদুরী, নিমুলেন্ট, সুয়ালিন, এবং জোশিনা এর প্রচলন অন্যতম।

বিভিন্ন ধরনের উপকারী এবং ঔষধি গাছ গাছরা-র  নির্যাস থেকে তৈরি হয়েছে হামদর্দ এর সিরাপ, ট্যাবলেট, এবং হারবাল চা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধের সঠিক ব্যবহার আপনাকে আপনার কষ্টদায়ক কাশি থেকে মুক্তি দিতে পারে।

১. এলভাসিন সিরাপ 

ঠান্ডাজনিত যেকোনো সমস্যা থেকে সমাধান দেয় এলভাসিন সিরাপ। নতুন কাশি বা পুরনো কাশি নিরাময়ের পাশাপাশি এলভাসিন সিরাপ মানবদেহে ঠান্ডা জনিত সমস্যা সমাধানে খুবই কার্যকর। তাহলে চলুন জেনে নিই এলভাসিন সিরাপ এর উপকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে –

উপকারিতা:

  • শুকনো কাশি এবং সর্দি নিরাময়ে খুবিই কার্যকর।
  •  অস্বাভাবিক প্রশ্বাস নির্মূল করে। 
  •  শ্বাসকষ্ট রোধ করে। 
  •  ফুসফুসের জমাট কফ তরল করতে সহায়তা করে। 

সেবনবিধি

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক দুই বার সেব্য – ২ থেকে ৫ চা চামচ। 

অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১ থেকে ২ চা চামচ দৈনিক দুইবার সেব্য। 

পার্শ্ব প্রতিক্রিয়া:

প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি হওয়ার কারণে এলভাসিন সিরাপ এর তেমন কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া এখনো পরিলক্ষিত হয়নি। তবে অবশ্যই শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে। 

২. সাদুরী সিরাপ 

সাদুরী সিরাপ মূলত সাদুরি তুলসী গাছের উপাদান থেকে তৈরি। এই সিরাপটি আরও রয়েছে বাসক, খাকসী, ওন্নাব, জুফা ফুল, এর সংমিশ্রণ। চলুন জেনে নিই  সাদুরী সিরাপ এর উপকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে-

উপকারিতা: 

  • পুরাতন কাশি দূর করতে সহায়ক। 
  • বুকে জমে থাকা শ্লেষ্মা দূর করতে সহায়তা করে। 
  • স্বরভঙ্গ নিরামযয়ে অধিক কার্যকরী।
  • দীর্ঘদিনের ব্রংকাইটিস দূর করতে সাহায্য করে। 
  • শ্বাসনালীর অস্থিরতা দূর করতে সাহায্য করে। 
  • এজমা এবং এলার্জি জাতীয় সমস্যা রোধ করে। 
  • রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে এবং পেট ফাঁপা রোধ করে। 

সেবনবিধি

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দৈনিক ২ চামচ করে দুই থেকে তিনবার সেব্য। পাশাপাশি একজন অপ্রাপ্তবয়স্ক মানুষের জন্য ২ চামচ করে দিনে দুই থেকে তিনবার প্রযোজ্য।

পার্শ্ব প্রতিক্রিয়া:

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে সেবন করলে সাদুরী সিরাপের কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। 

৩. নিমুলেন্ট ট্যাবলেট

নিমুলেন্ট ট্যাবলেট মূলত মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা  বৃদ্ধিকারক হিসেবে পরিচিত। সকল ধরনের ঠান্ডাজনিত সমস্যা রোধের মাধ্যমে এটি শরীরকে রাখে প্রাণবন্ত এবং উজ্জীবিত। চলুন জেনে নিই  নিমুলেন্ট ট্যাবলেট এর উপকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে- 

উপকারিতা

  • সকল প্রকার ঠান্ডা এবং কাশি নিরোধক।
  • সাইনুসাইটিস এর প্রতিষেধক হিসেবে কার্যকর।
  • সর্দি এবং ঠান্ডা জনিত জ্বর নিরোধক।
  • মূত্রতন্ত্র এবং শ্বসনতন্ত্রের সংক্রমণ দূর করে। 
  • যে কোনো ক্ষত নিরাময় করে। 
  • মানবদেহে রক্তের দূষণ ক্রিয়া দূর করে স্বাস্থ্যকে সুস্থ রাখে।
  • রক্তের প্রদাহ দূর করতে অধিক কার্যকরী।

সেবনবিধি

একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিমুলেন্ট ট্যাবলেট প্রয়োজনমতো সেবন করতে হবে। তবে সাধারণত  একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ১ থেকে ২ টি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার সেব্য। 

পার্শ্ব প্রতিক্রিয়া:

ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট নির্দিষ্ট পরিমাণ সেবনে মানব দেহের কোন পার্শপ্রতিক্রিয়া পরিলক্ষিত এখনো পর্যন্ত হয়নি। তবে প্রয়োজনের অতিরিক্ত যদি সেবন করা হয় তাহলে বেশ কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বা কাঁপুনি।

৪. সুয়ালিন ট্যাবলেট 

সুয়ালিন ট্যাবলেট মূলত ঠান্ডাজনিত সমস্যা দূর করতে সহায়ক। দীর্ঘদিন ধরে একটি মানব দেহের সকল প্রকার সমস্যা প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চলুন জেনে নেই সুয়ালিন ট্যাবলেট এর উপকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে-

উপকারিতা

  • টনসিলের প্রদাহ এবং গলা ব্যথায় অধিক কার্যকরী।
  • ব্রংকাইটিস এবং ইনফ্লুয়েঞ্জা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। 
  • সকল ধরনের কাশি এবং সর্দি নিরাময় করে। 
  • স্বরভঙ্গ এবং কণ্ঠনালীর ব্যথা-নাশক হিসেবে কাজ করে। 
  • শ্বাসনালী সকল ধরনের ব্যথা এবং শুকনো কাশি দূর করে। 
  • শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। 

সেবনবিধি:

একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দৈনিক তিন থেকে চার বার ২ টি করে ট্যাবলেট চুষে খেতে হবে। অন্যদিকে,  একটি ট্যাবলেট দৈনিক থেকে চারবার চুষে খেতে হবে।  অন্যদিকে ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক ১ টি ট্যাবলেট চুষে খাওয়া প্রযোজ্য।

পার্শ্ব প্রতিক্রিয়া:

নির্ধারিত মাত্রায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। 

৫. জোশিনা 

জোশিনা খুবই প্রচলিত একটি হারবাল চা ঠান্ডার সকল প্রকার সমস্যা রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। এই হারবাল চা শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে যেমন ইনফুয়েঞ্জা, গলাব্যথা, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি।

উপকারিতা:

  • জ্বর-মাথাব্যথা চিকিৎসায় জশিনা অনেক কার্যকরী।
  • কাশি এবং সর্দি নিরাময় জশিনা অনেক উপকারী।
  • ব্রংকাইটিস এর মতো জটিল রোগ নিরাময়ে জশিনা হারবাল চা অধিক কার্যকরী।
  • পেপটিক আলসার রোধে জশিনা ব্যবহৃত হয়। 
  • কন্ঠ ভঙ্গ নির্মাণের জন্য জশিনা বাচ্চা অনেক উপকারী।
  • মাথাব্যথা, জ্বর নিরাময়ে জশিনা অধিক কার্যকরী।

সেবনবিধি:

একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিটি প্যাকেট ১ কাপ হালকা কুসুম গরম পানিতে দৈনিক দুই থেকে তিন বার সেবন করতে হবে। 

পার্শ্ব প্রতিক্রিয়া:

বিভিন্ন প্রাকৃতিক এবং ঔষধি উপকারী গাছের নির্যাস থেকে তৈরি হয় জশিনা হারবাল চা। বয়স এবং ঠান্ডার প্রকৃতি অনুযায়ী একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে সেবন করলে এই হারবাল চা এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। 

হামদর্দ এর কাশির সিরাপগুলি কোথায় পাবেন?

উপরের ৫টি সিরাপ হেলদি-স্পোর্টস এর অনলাইন শপে পাওয়া যাবে। এটি স্বাস্থ্যবিষয়ক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যা হামদর্দ এর সকল ঔষধ সূলভমূল্যে বিক্রি করে থাকে। দেশের যেকোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারেন।  

মন্তব্য

হামদর্দ এর কাশির সিরাপ, ট্যাবলেট, এবং হারবাল চা কাশি নিরাময়ের জন্য অনেক বেশি উপকারী। পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত প্রতিষেধক গুলি সঠিক নিয়মে সেবন করলে খুব দ্রুত কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন এবং সুস্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top