হার্টের সমস্যার লক্ষণ

হার্টের সমস্যার লক্ষণ -এই ১২ টি সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন!

হার্টের সমস্যার লক্ষণ – হৃদরোগের সমস্যা খুবই মারাত্মক একটি বিষয়। সাধারণত  এর প্রাথমিক লক্ষণ হলো বুকের মাঝখানে তীব্র ব্যাথা অনুভূত হয়ে থাকে।  বুকের ব্যাথা ছাড়াও হৃদরোগের আরো অনেক লক্ষণ রয়েছে।

হার্টের রোগীর যেসব খাবার এড়ানো উচিত ভিডিও তে দেখতে এখানে ক্লিক করুন!

আর এই হার্টের রোগ গুলো আপনার জানা থাকলে আপনি খুব সহজেই হৃদরোগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তাহলে চলুন জেনে নেই হৃদরোগ বা হার্টের সমস্যার লক্ষণ গুলো-

বুক ব্যাথা: হার্টের সমস্যার লক্ষণ

বেশীরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটি প্রথমে ধরা দেয়। আপনার বুকের মাঝখানে ব্যাথা করতে পারে। এবং এটি ধীরে ধীরে তীব্রতর হতে পারে। তাই এমন সমস্যার সম্মুখীন হমে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন।

উচ্চ রক্তচাপ প্রশমক (পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত) মেডিসিন কিনুন আমাদের শপ থেকে!

চোয়াল, ঘাড়, কনুই এবং পিঠে ব্যথা:

এই সমস্যা গুলো দেখা দিলে আমরা খুব একটা গুরুত্ব দেই না। স্বাভাবিক ভাবে চোয়াল, ঘাড়। কনুই এবং পিঠে ব্যাথা অনুভব হলে আমরা এড়িয়ে চলি। হার্টের  সমস্যা গুলোর মধ্যে এগুলি অন্যতম। তাই এরকম শারীরিক সমস্যায় পড়বে গুরুত্বের সাথে পর্যবেক্ষন করুন। অবহেলা করবেন না।

নিঃশ্বাসে দুর্বলতা: হার্টের সমস্যার লক্ষণ

নিঃশ্বাস নিতে সমস্যা হলে ঘাবড়ে জাবেন না। এটি শুধুমাত্র হার্টের সমস্যার কারণেই হয় না। তাই নিঃশ্বাস নিতে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে ইনহেলার ব্যবহার করুন।

 ক্লান্তি: হার্টের সমস্যার লক্ষণ

শুধুমাত্র ক্লান্তি কখনোই হৃদরোগের কারণ হতে পারে না। ক্লান্তি বা দূর্বলতা পুষ্টিহীনতার কারণে ও হতে পারে। তবে উপরোক্ত কারণ গুলোর সাথে যদি অল্প কাজ বা পরিশ্রমে আপনি অতিরিক্ত ক্লান্ত ঝয়ে পড়েন। তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

  • ঠান্ডা ঘাম: গবেষকরা এটি কে ও হৃদরোগের লক্ষণ হিসেবে অবহিত করেছেন।
  • ঘুমের ব্যাঘাত: পর্যাপ্ত সময় না ঘুমানো প্রত্যেকের জন্যেই ক্ষতিকর। তাই ঘুমের ব্যাঘাত ঘটলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে।
  • বমি ভাব এবং বমি: এটি ও হৃদরোগের একটি প্রাথমিক লক্ষণ।
  • ঠোঁটের রং নীলঃ এটি একটি মারাত্মক সমস্যা।এমন সমস্যার সম্মুখীন হলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত।
  • কাশি শুরু হলে থামতেই চায় না
  • পা, পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যাওয়া
  • সিঁড়ি বেয়ে উঠতে সমস্যা

উপরোক্ত সমস্যার সম্মুখীন হলে অবশ্যই দেরি না করে আপনার ডাক্তারের পরামর্শ নিন।

আরো পড়ুন-

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top