হেলদি-স্পোর্টস মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। পাশাপাশি এটি খেলাধূলার যাবতীয় বিষয়ে তথ্য প্রদান করে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজস্ব অনলাইন শপ চালু করেছে যেখানে সবধরনের অর্গানিক ফুড ও ২০০+ আয়ুর্বেদ ঔষধ সরবরাহ করা হয়।
২০২০ সালের ২০-শে সেপ্টেম্বর নিজস্ব ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয় হেলদি-স্পোর্টস এর পথচলা। খেলাধূলার নানান খবর ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে পাঠকদের উপকৃত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হিসেবে বিবেচিত ছিলো এবং আছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২০-শে সেপ্টেম্বর তারা নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে, পাঠকদের সুবিধার্থ প্রতিষ্ঠানটির নিজস্ব Android App তৈরি হয়। শুরু হয় নতুন করে পথ চলা।
দীর্ঘ ২ বছর গবেষণার পর হেলদি-স্পোর্টস নিজেদের অনলাইন শপ চালু করে, যেখানে মানুষের স্বাস্থ্য সচেতনতায় প্রয়োজনীয় সমস্ত পণ্যের সরবরাহ রয়েছে। আপনি চাইলেই খুব সহজেই আপনার পছন্দের পণ্যটি সূলভমূল্যে এখান থেকে কিনতে পারেন। ১০০% খাঁটি পণ্য সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। এছাড়াও হেলদি-স্পোর্টস এর রয়েছে নিজস্ব পাঠক ফোরাম যেখানে আপনি আপনার মতামত ও অভিযোগ নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। আপনার সন্তষ্টি হেলদি-স্পোর্টস এর প্রধান অর্জন।