bpl 2023

ঢাকার বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের রানের পাহাড়ে চেপে জয়!

ঢাকার মিরপুরে এবারের বিপিএলের ‍‌‌‌‌‌৮ম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডোমিনেটর্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। 

ব্যাটিংয়ে সিলেটের হয়ে ওপেন করেন মোহাম্মদ হারিস ও নাজমুল শান্ত। হারিস তাসকিনের বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬ বলে ৬ রান করে। অপরদিকে নাজমুল শান্তর জুটি হন তৌহিদ হ্রদয়। ১৭ রানে সিলেট ১ম উইকেট হারালেও পরবর্তী উইকেট শান্ত আউট হন দলীয় ১০৫ রানে ব্যক্তিগত ৩৯ বলে ৫৭ রানে আল-আমিনের বলে।

জাকির হোসেন করেন ১০ রান। কিন্তু ক্রিজে থাকা তৌহিদ হ্রদয় খেলেন অতিমানবীয় এক ইনিংস । আল-আমিনের বলে শেহজাদকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে করেন ৪৬ বলে ৮৪ রানের এক অনবদ্য ইনিংস।

মুশফিক করেন ৫ বলে ৬ রান। থিসারা পেরেরা করেন ৭ বলে ১১ রান। থিসারা আউট হন তাসকিনের বলে। এরপর ক্রিজে আসা ইমাদ ওয়াসিম, মাশরাফি,আকবর আলি করেন যথাক্রমে ২ বলে ১, ৪ বলে ৭ ও ৪ বলে ৬। সবশেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২০১ রান। বোলিংয়ে আল-আামিন নেন ৪৫ রানে ৩ উইকেট ও তাসকিন নেন ৩৬ রানে ২ উইকেট।

জবাবে ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে মাশরাফির বলে আকবর আলিকে ক্যাচ দিয়ে আউট হন আহমেদ শেহজাদ ৩ বলে ০ রান করে। দিলশান মুনাভিরা 

করেন ১০ বলে ১২ রান। সৌম্য সরকার ৯ বলে ৬ করে আাউট হন মাশরাফির বলে। দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। এবার জুটি করেন অধিনায়ক নাসির ও মোহাম্মদ মিঠুন। মিঠুন দলীয় ১৩০ রানে আউটের আগে করেন২৮ বলে ৪২ রান। 

নাসিরকে ৩৫ বলে ৪৪ রানে আউট করেন রেজাউর রহমান রাজা মুশফিকের হাতে তালুবন্দি করে। উসমান ঘানি করেন ৩  বলে ১ রান। এরপর তাসকিন, আরিফুল হক করেন যথাক্রমে ৩ বলে ১ ও ১ বলে ০। আল-আামিন ১২ বলে ৬ রান করে আউট হন। আরাফাত সানি ১৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

সবশেষে ঢাকার ইনিংস থামে ১৯.৩ ওভারে ১৩৯ রানে। বোলিংয়ে ইমাদ ওয়াসিম, মাশরাফি  ও মোহাম্মদ আমির ২ টি করে উইকেট নেন যথাক্রমে ২৪,১৫,১৯ রানের বিনিময়ে

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স:২০১-৮(২০)

হারিস ৬(৬)

শান্ত ৫৭(৩৯)

তৌহিদ হ্রদয় ৮৪(৪৬)

জাকির ১০(৮)

মুশফিক ৬(৫)

থিসারা ১১(৭)

তাসকিন ৪-৩৬-২

আল-আমিন ৪-৪৫-৩

আরাফাত সানি ২-১৫-১

আরিফুল হক ২-১৯-১

ঢাকা ডোমিনেটর্স: ১৩৯-১০(১৯.৩)

দিলসান ১২(১০)

সৌম্য৬(৯)

মিঠুন ৪২(২৮)

নাসির ৪৪(৩৫)

ইমাদ ওয়াসিম ৪-২৪-২

মাশরাফি ৩-১৫-২

আমির ৪-১৯-২

রেজাউর রাজা ৩-৪৫-১

থিসারা ৪-২৫-১

নাজমুল শান্ত ১.৩ -৭-১

ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৬২ রানে বিজয়ী 

ম্যাচ সেরা: তৌহিদ হ্রদয় 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top