ইশ সোডির বোলিং ঘূর্ণিতে ধরাশায়ী বাংলাদেশ!
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ২য় ম্যাচে আজ মিরপুরে আবারও ব্ল্যাক ক্যাপ্সদের মুখোমুখি হয় টাইগাররা। সাকিব, মুশফিক, তাসকিন, শান্তদের ছাড়া তুলনামূলক তরুণ দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। যেখানে, সিরিজে ১ম ম্যাচ জিততে দলের অভিজ্ঞ কেন উইলিয়ামসন, টম ল্যাথামদের ছাড়া লকি ফারগুসনের নেতৃত্বে একাদশ সাজায় নিউজিল্যান্ড। …