আজকের ক্রিকেটের খবর - ক্রিস গেইল এর আদ্যপান্ত

আজকের ক্রিকেটের খবর – ক্রিস গেইল এর আদ্যপান্ত

আজকের ক্রিকেটের খবর – বিশ্ব ক্রিকেটে ইউনিভার্সাল বস ক্রিস গেইল,আর আসবে না কেউই দাবি করেছেন গেইল নিজেই। কোথায় বা কবে থামবেন ক্রিস গেইল তিনি নিজেও হয়তো সেটা জানেন না। গেইল বলেন (৪৫) নাম্বার টা আমার খুব প্রিয়। আরও বলেন খুব ভালো হয় যদি ৪৫ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলতে পারি। তিনি বলেন আমি ২০২৩ বিশ্বকাপের দরজাটাও খুলে রাখতে চাই।

পরিচয়-

আজকের ক্রিকেটের সর্বশেষ খবর

জন্মঃ ২১শে সেপটেম্বর ১৯৭৯

প্লেয়িং রোলঃ অল-রাউন্ডার
ব্যাটিং স্টাইলঃ বাম-হাতি
বলিং স্টাইলঃ অফ-স্পিনার

পারিবারিক অবস্থা-

তিনি কোন কোটিপতির সন্তান ছিলেন না তিনি ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাদের সংসারের অবস্থা ভাল ছিল না। ৬ ভাই-বোনের মধ্যে ক্রিস গেইল ছিল  ছিল পঞ্চম। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা।। ক্রিস গেইল সাংসারিক অভাবের কারণে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। আজকের ক্রিকেটের খবর

ক্রিস গেইল এর দাদা ছিলেন একজন ক্রিকেটার। যদিও তিনি জাতীয় দলে খেলেন নি। মূলত দাদার অনুপ্রেরণাই ক্রিস গেইলের ক্রিকেটের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে।

প্রথম ক্লাব-

ক্রিস গেইল শুরুতে  জ্যামাইকার সাধারন ক্রিকেট ক্লাবে যোগদান করেছিলেন। সেই ক্লাবটির হলো লুকাস ক্রিকেট ক্লাব। সেই লুকাস ক্রিকেট ক্লাবে তিনি শুরুর পর্যায়ে ভালই খেলে যাচ্ছিলেন। ক্রিস গেইল এর কাছে এই ক্লাবের গুরুত্ব আলাদা তিনি মনে করেন এই ক্লাব না থকলে হয়তো তিনি ক্রিকেটে সম্পৃক্ত হতে পারতেন না। আজকের ক্রিকেটের সর্বশেষ খবর

অনূর্ধ ১৯ ক্যারিয়ার- আজকের ক্রিকেটের খবর

লুকাস ক্লাবে থাকতেই জ্যামাইকার নির্বাচকদের চোখে পড়েন ক্রিস গেইল। আর তখনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জেনে গেল যে জ্যামাইকা থেকে আরো একজন বিধ্বংসী ব্যাটসম্যান আসছে। ১৯৯৮ সালে গেইলের অভিষেক হয় যুব আন্তর্জাতিক টিমে। তারপর তিনি সু্যোগ পেলেন অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে। আর ক্রিস গেইলের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।

টেস্ট ক্যারিয়ার-

১৬ মার্চ ২০০০ সালে  ক্রিস গেইল এর টেস্ট ক্যারিয়ার শুরু হয়।

ম্যাচঃ ১০৩
ইনিংসঃ ১৮২
রানঃ ৭২১৪
সর্বোচ্চঃ ৩৩৩
ব্যাটিং এভারেজঃ ৪২.১৮
স্ট্রাইক রেটঃ ৬০.২৬
সেঞ্চুরিঃ ১৫
ফিফটিঃ ৩৭

ওডিআই ক্যারিয়ার- আজকের ক্রিকেটের খবর
ক্রিস গেইল

১১ সেপ্টেমবর ১৯৯৯ সালে গেইলের ওডিআই ক্যারিয়ার শুরু হয়।

ম্যাচঃ ৩০১
ইনিংসঃ ২৯৪
রানঃ ১০৪৮০
সর্বোচ্চঃ ২১৫
ব্যাটিং এভারেজঃ ৩৭.৮৩
স্ট্রাইক রেটঃ ৮৭.১৯
সেঞ্চুরিঃ ২৫
ফিফটিঃ ৫৪

টি২০ ক্যারিয়ার-

১৬ ফেব্রুয়ারি ২০০৬ অভিষেক।

ম্যাচঃ ৫৮
ইনিংসঃ ৫৪
রানঃ ১৬২৭
সর্বোচ্চঃ ১১৭
ব্যাটিং এভারেজঃ ৩২.৫৪
স্ট্রাইক রেটঃ ১৪২.৮৪
সেঞ্চুরিঃ ০২
ফিফটিঃ ১৩

ক্যারিয়ার বিশ্লেষন- আজকের ক্রিকেটের খবর

কিছুদিনের মধ্যেই ব্যাট হাতে বিপক্ষের বোলারদের কাছে তিনি হয়ে উঠলেন  আতঙ্ক, বোলারদেরকে ব্যাট দিয়ে এমন ভাবে জবাব দিলেন যে তাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে স্থায়ীভাবে নিয়ে নিল।

তিনি ২০০২ সালে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে তিনটি সেঞ্চুরি তার ক্যারিয়ারের অন্যতম অধ্যায়। তখন তিনি ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটের হৃদয় হয়ে ওঠেন। তখন ক্রিকেট বিশ্ব জানতে পারলো একজন ক্যারিবিয়ান আসছে বোলারদের শাষণ করার জন্য। আজকের ক্রিকেটের খবর

২০০৫ সালে তিনি সবাইকে অবাক করে দিয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিনি ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ খেলেন। তখন তিনি টুনামেন্টে ব্যাট হাতে ৪৭৪ রান ও বল হাতে 8 উইকেট নেন। ক্রিস গেইল প্রথম আন্তর্জাতিক খেলোয়াড় ছিলেন, যিনি এক বছরে ৩ ফরমেটের খেলায় সেঞ্চুরি করেছিলেন। তিনি দুনিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করেন ২০১৫ সালে। আজকের ক্রিকেটের সর্বশেষ খবর

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ-

বিশ্বে যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এলো তখন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন ক্রিস গেইল। তিনি খেলেছেন আইপিএল, বিপিএল, বিবিএল, কাউন্টি, পিএসএল, চিপিএল ও এপিএল এসব সর্বত্র টুর্নামেন্টই। আর এইগুলো খেলার মাধ্যমেই ক্রিস গেইল নিজের ক্যারিয়ার নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়।

দ্রুত-তম সেঞ্চরি-

তিনি টি-টোয়েন্টিতে করেছেন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ৩০ বলে ১০০ রান। আইপিএলে সে ইনিংসে তিনি ৬৬ বলে করেছিলেন ১৭৫ রান। যা আজও টি-টোয়েন্টিতে সকলের ধরাছোঁয়ার বাইরে। টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয় বিপিএল ঢাকা ডায়নামাইটস এর বিপক্ষে ১৮ টি। তিনি পাকিস্তানি আফ্রিদিকে টপকে হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক। আজকের ক্রিকেটের খবর

ক্রিস গেইলের আয়- আজকের ক্রিকেটের খবর

আলোচিত এবং সমালোচিত এই ক্রিকেটার বছরে প্রায় ৭.৭ মিলিয়ন ডলার আয় করেন। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

আইপিএল ক্যারিয়ার-

ক্রিস গেইল আইপিএল এ এখন পর্যন্ত ১২৫ ম্যাচে ৩২৬ টি ছক্কা হাঁকিয়েছে। ছক্কার তালিকায় শীর্ষে ক্রিস গেইল। আইপিএল এ এক ইনিংসে ব্যক্তিগত সবচেয়ে বেশি ১৭টি হাঁকিয়েছেন ক্রিকেটের দানব ক্রিস গেইল।

***লিখেছেন- তারেকুর রাহমান ভূঁইয়া ***

আরো পড়ুন-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top