Fenadin 120

FENADIN 120 এর উপকারিতা কী? জানুন এটি খাওয়ার নিয়ম ও অন্যান্য সব তথ্য!

Fenadin 120 ট্যাবলেট একপ্রকার জেনেরিকফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট। এই ট্যাবলেট মৌসুমি এলার্জিক রাইনাইটিস, দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক ছুলি এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্যও ব্যবহার হয়।

আজকের আলোচনায় আমরা Fenadin 120 ট্যাবলেট গ্রহনের উপকারিতা, অপকারিতা ও অন্যান্য ঔষধের সাথে এর মিথস্ক্রিয়া এবং পারিপার্শ্বিকতা সম্পর্কে জানবো। 

Fenadin 120 এর উপকারিতা 

ফার্মাকোলজি মতে, Fenadin 120 মিঃ গ্রাঃ ট্যাবলেট হল পেরিফেরাল H₁- রিসেপ্টরের কার্যকারিতা বিরোধী এন্টিহিস্টামাইন। মুখে সেবনের ২ থেকে ৩ ঘন্টার মধ্যে এটি সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছায়। তবে রিপোর্টে দেখা গেছে যে এটি ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে না।

ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড এর মোট ডোজের ৫% মেটবোলাইসড হয়, যার বেশির ভাগই সম্পন্ন হয় অন্ত্রের শ্লেষ্মা দ্বারা। মাত্র ০.৫ থেকে ১.৫% ডোজ সাইটোক্রোম P450 সিস্টেম দ্বারা হেপাটিক বায়োট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়। এর রেচন প্রধানত মলের মাধ্যমে হয় যা মাত্র ১০% প্রস্রাবে উপস্থিত থাকে।

Fenadin 120 প্রাপ্তবয়স্ক ও বাচ্চাদের ক্ষেত্রে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক ইউর্টিকিয়ার নিরাময়ে ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।

Fenadin 120 এর দাম

কার্যত Fenadin 120 প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৮ টাকা প্রতি পিস এবং প্রতি প্যাকেটের মূল্য ৪০০ টাকা। একটি প্যাকেটে ৫০ পিস উপস্থিত থাকে। 

নীচের লক্ষণগুলো দেখা দিলে আপনি Fenadil 120 ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। 

  • গলায় ব্যাথা
  • চোখে চুলকানি
  • অ্যালার্জিক রাইনাইটিস
  • ক্রনিক ইডিওপ্যাথিক ইউর্টিকারিয়া
  • অতিরিক্ত হাঁচি-কাশি
  • সর্দিজনিত এলার্জি

Fenadin 120  খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্কদের জন্য ফেনাডাইন হাইড্রোক্লোরাইড এর নির্ধারিত মাত্রা হলো ৬০ মিলিগ্রাম প্রতিদিন দুইবারে কিংবা ১৮০ মিলিগ্রাম প্রতিদিন একবার। প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য মাত্রা ও ব্যবহার বিধি বিস্তারিত নিচে দেওয়া হলো। 

কারো সিজনাল এলার্জিক রাইনাইটিস হলে

  • ১২ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীর জন্য

ট্যাবলেট: ৬০ মিলিগ্রাম প্রতিদিন দুইবার অথবা ১২০ মিলিগ্রাম কিংবা ১৮০ মিলিগ্রাম প্রতিদিন সর্বোচ্চ একবার।

বৃক্কের কার্যকারিতা কমে গেলে গড়ে, ৬০ মিলিগ্রাম প্রতিদিন একবার।

  • ৬ থেকে ১১ বছর: 

ট্যাবলেট: ৩০ মিলিগ্রাম প্রতিদিন দুইবারে গ্রহন  কিংবা ৬০ মিলিগ্রাম দিনে একবার।

বৃক্কের কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মিলিগ্রাম প্রতিদিন একবার সর্বোচ্চ।

  • ২ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে

সাসপেনশন/সিরাপ: ৩০ মিলিগ্রাম অথবা ৫ মি.লি প্রতিদিন দুইবার।

বৃক্কের কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মি.গ্রা কিংবা ৫ মিলি লিটার প্রতিদিন একবার।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিক্যারিয়ার ক্ষেত্রে

  • ১২ বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য

ট্যাবলেট: ৬০ মিলিগ্রাম প্রতিদিন দুইবার অথবা ১২০ মিলিগ্রাম একবার প্রতিদিন কিংবা ১৮০ মিলিগ্রাম প্রতিদিন।

বৃক্কের কার্যকারিতা কমে গেলেঃ ৬০ মিলিগ্রাম প্রতিদিনে একবার।

  • ৬- ১১ বছরের শিশুদের ক্ষেত্রে

ট্যাবলেট: ৩০ মিলিগ্রাম দুইবার দৈনিক অথবা ৬০ মিলিগ্রাম প্রতিদিন একবার।

বৃক্কের কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মিলিগ্রাম দিনে একবার।

  • ৬ মাস হতে ২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে

সাসপেনশন: ১৫ মিলিগ্রাম অথবা ২.৫ মিলিলিটার প্রতিদিন দুইবার।

বৃক্কের কার্যকারিতা কমে গেলেঃ ১৫ মিলিগ্রাম অথবা ২.৫ মিলি লিটার দিনে একবার।

অন্যান্য ঔষদের সাথে Fenadin 120 এর বিক্রিয়া 

ইরাইথ্রোমাইসিন বা কিটোকোনাজলের সাথে ব্যবহারের ফলে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড প্লাজমা ঘনত্ব অনেক বাড়িয়ে দেয়। এ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনিসিয়াম হাইড্রোক্সাইড আছে এমন সব এন্টাসিডের সাথে সেবনের ফলে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইডের পরিশোষণ কার্যক্ষমতা কমে যায়

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

Fenadin 120  এর পার্শ্ব প্রতিক্রিয়া

Fenadin 120 মিঃ গ্রাঃ সেবনের ফলে নিম্নলিখিত কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। তবে দেখা গেলেও তা মৃদু ও ক্ষনস্থায়ী। যেসকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারেঃ

  • মাথা ব্যথা
  • ক্লান্তিবোধ
  • ঘুমঘুম ভাব
  • বমি-বমি ভাব
  • অস্বাভাবিক ঘুম
  • পিঠে ব্যাথা
  • মাথা ঘোরা
  • হাঁচি
  • গলা ব্যথা
  • পেট খারাপ
  • পেশী ব্যথা
  • মুখ শুকিয়ে যাওয়া এবং
  • পরিপাকতন্ত্রীয় সমস্যা।

ডোজ আপনার অবস্থার উপর ভিত্তি করে নির্ধরিত হয়। আপনার ডাক্তার কে বলুন আপনার অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। তাহলে সে অনুযায়ী ঔষধ গ্রহনের নির্দেশনা পাবেন।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে Fenadin 120 

প্রেগনেন্সি ক্যাটাগরী অনুয়ায়ী ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ‘C’ শ্রেণীভূক্ত ঔষধ। অতএব, প্রত্যাশিত সুবিধা এর ঝুঁকির চেয়ে বেশী না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ব্যবহারে থেকে বিরত থাকা উচিত।

Fenadin 120 এর অপকারিতা 

তীব্র ওভারডোজের পর ক্ষণস্থায়ী কিছু সমস্যা দেখা দিতে পারে তাই ভুলেও নির্ধারিত ডোজের বেশি গ্রহণ করবেন না। বেশি ঔষধ সেবন করলে আপনার উপসর্গের উন্নতি হবে না। যদিও ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইডের তীব্র ওভারডোজের কোনও রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

Fenadin 120 ব্যবহারে সতর্কতা

ঔষধ যেমন উপকারী, তেমনি না বুঝে গ্রহন করলে তা বেশ অপকারী।  কিছু ক্ষেত্রে জীবনের ভয়ঙ্কর এক বাস্তবতার তফাৎ গড়ে দেয় ঔষধ। তাই ফেনাডিন ট্যাবলেট গ্রহনে নিম্নোক্ত সতর্কতা মেনে চলবেন। 

  • যাদের উচ্চ রক্তচাপ আছে এমনকি ফেক্সোফেনাডিনে অ্যালার্জি আছে যাদের।
  • কিডনিতে সমস্যা রয়েছে সাথে ডায়াবেটিস রোগী।
  • প্রসূতি মহিলা এবং যেসব মায়েরা এখনো বাচ্চাকে দুধ খাওয়ান তারা এ ঔষধ সেবনে বিরত থাকাটাই উত্তম।
  • যাদের হৃদরোগ আছে, বয়স্ক রোগী এবং বৃক্কীয় কার্যকারিতা হ্রাসপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে Fenadin 120 মিঃ গ্রাঃ ট্যাবলেট ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বণ করতে হবে।

শেষকথা 

Fenadin 120 আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। Fenadin ট্যাবলেট এর একটি ডোজেও খারাপ প্রভাব হতে পারে। তাই সঠিক পরামর্শের জন্য আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা ফার্মাসিস্টের সাথে আলোচনা করুন। মেয়াদউত্তীর্ণ ড্রাগ আপনার রোগ চিকিৎসায় বেশ অকার্যকর হতে পারে। তাই কেনার সময় অবশ্যই ঔষধের মেয়াদ দেখে কিনুন। 

আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top