karim benzema

পিএসজির হয়ে নিজেদের শেষ ম্যাচ খেললেন মেসি ও রামোস | রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা!

পিএসজিতে যোগ দেওয়ার দুই মৌসুম পরেই ক্লাব থেকে বিদায় নিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ২০২১-২০২২ মৌসুম শুরুর আগে ফরাসি এই ক্লাবে যোগ দিয়েছিলেন এই দুই মহাতারকা।

২০২০-২০২১ মৌসুম শেষ করেই ক্লাবের আর্থিক অবস্থার কারণে বার্সেলোনা থেকে বিদায় নিতে হয় দলের অনেক খেলোয়াড়কে। যার মধ্যে অন্যতম একজন ছিলেন লিওনেল মেসি।

বার্সেলোনা থেকে বিদায়ের পরই পিএসজির সাথে জুন ২০২৩ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করেন বিশ্বসেরা এই তারকা। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হলে পিএসজির সাথে নিজের চুক্তি নবায়ন না করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। 

মেসির ন্যায় ২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে ফরাসি এই ক্লাবের সাথে জুন ২০২৩ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করেছিলেন সার্জিও রামোস। চুক্তির মেয়াদ শেষ হলেও চুক্তি নবায়ন না করায় প্যারিসকে বিদায় জানাচ্ছেন এই তারকা ডিফেন্ডার। 

এই মৌসুমে লিগ ১ এর শেষ ম্যাচে ক্লেরমন ফুটের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে মেসি ও রামোস দুই জনই ছিলেন শুরুর একাদশে। সার্জিও রামোস দলের জন্য গোল করে অবদান রাখলেও এদিন দলের হয়ে গোল বা এ্যাসিস্ট কিছুই পাননি মেসি। ম্যাচে শেষ পর্যন্ত ক্লেরমনের কাছে ৩-২ গোলে হারলেও লিগ ১ শিরোপা জয়ের মাধ্যমে প্যারিসের হয়ে শেষটা সুন্দরভাবেই করেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। 

পিএসজি ছাড়ার ফলে নতুন কোন ক্লাবে যোগ দেবেন লিওনেল মেসি তা জানা না গেলেও তার সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি ক্লাব আল হিলাল, বার্সেলোনা, ইন্টার মিয়ামি এবং তার শৈশবের ক্লাব নিউয়্যালস ওল্ড বয়েজ ইত্যাদি ক্লাবের নাম শোনা যাচ্ছে। ইউরোপের বাইরে এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার মতো মহাদেশের বিভিন্ন ক্লাব থেকে মেসির জন্য অফার আসলেও ২০২৪ কোপা আমেরিকার প্রস্তুতি জন্য ইউরোপের কোনো এক ক্লাবেই খেলা চালিয়ে যেতে চান মেসি।

সার্জিও রামোস ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়লেও তাকে নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লাবের আগ্রহ দেখা যায়নি। ফলে, বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারের পরবর্তী ক্লাব সম্পর্কে জানা যাবে ভবিষ্যতে।

বড় বড় তারকাদের ক্লাব ছাড়ার মিছিলে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছর রিয়াল মাদ্রিদে এক সফল অধ্যায় কাটানোর পর বিদায় নিচ্ছেন এই ফরাসি তারকা। রিয়ালের সাদা পোশাক পড়ে ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ, ৪ বার করে জিতেছেন লা-লিগা, ইউরোপীয়ান সুপার কাপ এবং স্প্যানিশ সুপার কাপ,৩ বার জিতেছেন কোপা দেল রে। 

বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি আজ বিকালে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়। আজ রাতে এ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের বিরুদ্ধে রিয়ালের হয়ে শেষবারের মতো খেলবেন তিনি।

ফরাসি তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি ক্লাব আল ইত্তিহাদের নাম শোনা যাচ্ছে জোরালে ভাবে। বিভিন্ন সামাজিক সংবাদ মাধ্যমের মতে বছরে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল ইত্তিহাদেই যোগ দিতে যাচ্ছেন বেনজেমা। 

এছাড়াও, নামকরা ফুটবলারদের মধ্যে সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা বার্সেলোনা এবং রবার্তো ফিরমিনো লিভারপুলকে বিদায় জানিয়েছেন। রিয়াল মাদ্রিদ ছেড়েছেন এ্যাডেন হ্যাজার্ড ও মার্কো এসেন্সিও। 

নতুন মৌসুমের আগে মেসি, রামোসদের মতো পিএসজি ছাড়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান তারকা উইংগার নেইমার জুনিয়রের। জুভেন্টাস ছাড়তে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া এমন গুঞ্জনও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top