আগামী ১ জুলাই শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। বিশ্বকাপের কয়েকদিন পরেই বসতে চলেছে শ্রীলঙ্কান ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসর।
বরাবরের মতো এবারও অংশ নিচ্ছে পাঁচটি দল। যেখানে, নাম পরিবর্তন করে আসরে অংশ নিচ্ছে দুইদল। গতকাল ২১ মে সম্পন্ন হয়েছে এলপিএলের প্লেয়ার্স অকশ্যান।
বাংলাদেশ থেকে এলপিএলের নিলামে নাম ছিল নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ সহ আরো অনেকের।
নিলামে নাম দেননি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ, এলপিএলের সাথে একই সময়ে মাঠে গড়ানো মেজর ক্রিকেট লিগের (এমএলসি) লস এঞ্জেলস নাইট রাইডার্স দলে সরাসরি সাইনিংয়ে জায়গা পেয়েছেন সাকিব।
অকশ্যানে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি জায়গা পেয়েছে শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটাররাও। এছাড়াও, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ডের মতো বিভিন্ন দেশের নামি-দামি খেলোয়াড়েরা অকশ্যান থেকে দল পেয়েছেন।
Table of Contents
প্রথম শিরোপার খোঁজে নতুন করে দল সাজিয়েছে কলম্বো স্ট্রাইকার্স (Colombo Strikers Squad)
গত আসরের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে সবার প্রথমে বাদ হওয়া কলম্বো স্ট্রাইকার্স নতুন আসরের আগে চামিকা করুণারত্নে ও নিপুণ ধনঞ্জয়াকে দলে রিটেইন করে।
সরাসরি সাইনিংয়ে কলম্বো দলে নেয় কিউ’ই ব্যাটার গ্লেন ফিলিপ্স, পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান এবং দুই দেশি থিসারা পেরেরা ও সাদিরা সামাউইকরামাকে।
অকশ্যানে ১,২০,০০০ মার্কিন ডলার দিয়ে মাথিশা পাথিরানাকে গল মার্বেলস কিনলেও রাইট টু ম্যাচ (আর.টি.এম) কার্ড ব্যবহার করে তাকে দলে নিয়ে নেয় শ্রীলঙ্কার রাজধানীর দলটি।
স্কোয়াড : মাথিশা পাথিরানা, থিসারা পেরেরা, চামিকা করুনারত্নে, সাদিরা সামাউইকরামা, নিপুণ ধনঞ্জয়া, এঞ্জেলো পেরেরা, শেভন ডেনিয়েল, কাভিন বান্দারা, চামিকা গুনাসেকারা, দুনিথ উইল্লালাগে, গারুকা সানকেত, শেহান ফের্নান্দো, ইসিথা উইজেসুন্দারা, তাসকিন আহমেদ (বাংলাদেশ), শাদাব খান (পাকিস্তান), গ্লেন ফিলিপ্স (নিউজিল্যান্ড), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), মোহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত), আল্লাহ গাজানফার (আফগানিস্তান)।
শক্তিশালী বোলিং লাইনআপে নির্ভর দল গড়েছে ডাম্বুলা থান্ডার্স (Dambulla Thunders Squad)
গত আসরে থাকা ডাম্বুলা অ’রা এবারের আসরে না থাকায় নাম পরিবর্তন করে পঞ্চম আসরে অংশগ্রহণ করছে দাম্বুলা থান্ডার্স। দাম্বুলা থান্ডার্সের স্বত্বাধিকারী ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের কো-ফাউন্ডার হলেন দুই বাংলাদেশী তামিম রহমান ও গোলাম রাকিব।
নতুন নাম নিয়ে পঞ্চম আসরে অংশগ্রহণ নিশ্চিত করার পর পরই সরাসরি সাইনিংয়ে নুয়ান থুশারা, দিলশান মাধুশাঙ্কা এবং বিদেশি কোটায় আইকন হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও আফগান ইব্রাহিম জাদরানকে দলে নেয় ডাম্বুলা।
গত আসরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা প্রভিন জায়াউইক্রামা ও দুশান হেমান্তাকে রিটেইন করে দলটি। এর বাইরে দলের প্রধান কোচ হিসেবে পল নিক্সনকে এবং ফিজিক্যাল পারফরম্যান্সের প্রধান হিসেবে রিচার্ড স্টনিয়েরের নাম ঘোষণা করেছে থান্ডার্স।
স্কোয়াড : দিলশান মাধুশাঙ্কা, নুয়ান থুশারা, দুশান হেমান্তা, প্রভিন জায়াউইক্রামা, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ান প্রদ্বীপ, নুয়ানিদু ফের্নান্দো, রানেশ সিলভা, সোহান ডি লিভেরা, আসিলা গুনারাত্নে, লাহিরু মাধুশাঙ্কা, রুসান্ডা গামাগে, মিথুন জায়াউইক্রামা, আইয়ানা সিরিওয়ার্দানা, সোনাল দীনুশা, সানথুশ গুনাথিলাকা, মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), হাজরাতুল্লাহ জাজাই (আফগানিস্তান), হায়দার আলি (পাকিস্তান), কারিম জানাথ (আফগানিস্তান)।
সবচেয়ে অভিজ্ঞতাপূর্ণ দল নিয়ে টানা ২য় শিরোপায় চোখ বি লাভ ক্যান্ডির! (B-Love Kandy Squad)
গত আসরে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জিতে নেওয়া বি লাভ ক্যান্ডি এবারও শ্রীলঙ্কা টি টোয়েন্টি দলের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উপর নেতৃত্বের ভার রেখেই নামতে চলেছে পঞ্চম আসরে।
তাই, গতবারের টুর্নামেন্ট সেরা হাসারাঙ্গার পাশাপাশি দলটি অকশ্যানে বসার আগে রিটেইন ও ডিরেক্ট সাইনিংয়ে দলে নেয় টি টোয়েন্টির ৫ অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দুশমন্ত চামিরা, আন্দ্রে ফ্লেচার ও কাইল মায়ার্সকে।
এছাড়াও অকশ্যান থেকে ক্যান্ডি দলে ভিড়িয়েছে দাসুন শানাকা, দিনেশ চান্দিমাল, কাসুন রাজিথা, দিমুথ কারুণারাত্নেদের মতো দেশিয়দের।
দলে বিদেশি উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে আন্দ্রে ফ্লেচার ছাড়াও আছেন মোহাম্মদ হাসনাইন, আজম খান ও সালমান আলি আগাসহ ৫ পাকিস্তানি ক্রিকেটার। যেখানে, কাইল মায়ার্সের পরিবর্তন হিসেবে মোহাম্মদ হারিসের নাম ঘোষণা করে দলটি।
স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমন্ত চামিরা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, আসেন ভান্ডারা, দিনেশ চান্দিমাল, রামেশ মেন্ডিস, দিমুথ কারুণারাত্নে, চামাথ গোমেজ, পাওয়ান রাতনায়াকে, চাতুরাঙ্গা ডি সিলভা, কাভিন্দু পাথিরাত্নে, লাকশান সান্দাকান, সাম্মু আশান, কাসুন রাজিথা, আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ হারিস (পাকিস্তান), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), আজম খান (পাকিস্তান), সালমান আলি আগা (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান)।
সেরাদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে জাফনা কিংস! (Jaffna Kings Squad)
টানা তিনবার শিরোপা ঘরে তোলা জাফনা কিংস গত আসরেও শেষ চারে জায়গা করে নিয়েছিল। কিন্তু, বি-লাভ ক্যান্ডির কাছে হেরে চতুর্থ আসরে টানা চারবার শিরোপা জয় করা হয়নি জাফনার।
পঞ্চম আসরে শিরোপা আবারও নিজেদের ঘরে তোলার জন্য জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ বিদেশিদের নিয়ে দল সাজিয়েছে জাফনা কিংস।
নতুন আসরের অকশ্যানের আগে জাফনার হয়ে গত চার মৌসুমে খেলা অলরাউন্ডার থিসারা পেরেরাকে ছেড়ে দেয় দলটি। চারিথ আসালাঙ্কা ও বিজয়াকান্থ বিয়াসকান্থ এই দুইজনকে গত আসরের দল থেকে রিটেইন করেছে দলটি।
সরাসরি সাইনিংয়ে কিংসরা দলে নিয়েছে আভিষ্কা ফের্নান্দো ও কুশাল মেন্ডিসকে। বিদেশিদের মধ্যে অকশ্যানের আগে আফগানি অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই ও লেগ স্পিনার নূর আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা।
শ্রীলঙ্কার জাতীয় দলের নিয়মিত মুখ ওপেনার পাথুম নিসাঙ্কা নিলামের প্রথম দিকে দল না পেলে শেষ দিকে এসে মাত্র ৪০,০০০ মার্কিন ডলার ভিত্তিমূল্যে তাকে দলে নেয় জাফনা।
স্কোয়াড : কুশাল মেন্ডিস, পাথুন নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফের্নান্দো, বিজয়াকান্থ বিয়াসকান্থ, ধনঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাধুশান, বিনুরা ফের্নান্দো, আসিথা ফের্নান্দো, লাহিরু সামার্কুন, ইশান মালিঙ্গা, ভিশাদ রান্দিকা, ওয়ানুজা সাহান, আহান উইক্রামাসিংহে, মুরবিন আবিনাশ, আরুল প্রগাসাম, নিশান মাধুশকা, তিশান ভিথুশান, নিসালা থারাকা, আজমাতউল্লাহ ওমারজাই (আফগানিস্তান), নূর আহমেদ (আফগানিস্তান), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), জেসন ভ্যাহরেন্ডরফ (অস্ট্রেলিয়া), ফাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালেক্স রস (অস্ট্রেলিয়া)।
নতুন দল নিয়ে শিরোপা খরা কাঁটাতে প্রস্তুত গল মার্বেল্স! (Galle Marvels Squad)
গল গ্ল্যাডিয়েটর্স ও গল টাইটান্সের পর এবার এলপিএলের ৫ম আসরে গল মার্বেল্স হিসেবে আত্মপ্রকাশ করেছে শ্রীলঙ্কার অন্যতম শহর গলের প্রতিনিধিরা। শেষ চার আসর ২ ভিন্ন নামে অংশগ্রহণ করলেও কাজের কাজ করতে পারেনি দলটি। ফলে, এবার ভুলত্রুটি ব্যাতিরেকে লক্ষ্যে পৌঁছানোর তাড়া গ্রাহাম ফোর্ড শিষ্যদের।
রিটেইন ও ডিরেক্ট সাইন করা ভানুকা রাজাপাকসা, মাহিশ থিকশানা, নিরোশান ডিকওয়েল্লা, লাসিথ ক্রসপুল্লে, টিম সেইফার্ট ও অ্যালেক্স হেলসের সাথে মার্বেল্স বাহিনীতে যোগ দিবেন ডুয়াইন প্রিটোরিয়াস, লাহিরু কুমারা, ইসুরু উদানা, মুজিব উর রহমানদের মতো তারকারা।
স্কোয়াড: ভানুকা রাজাপাকসা, লাসিথ ক্রসপুল্লে, নিরোশান ডিকওয়েল্লা, জানিথ লিয়ানাগে, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা, প্রাবাথ জয়াসুরিয়া, মালশা থারুপাতি, ইসুরু উদানা, ধনঞ্জয়া লাকশান, পাসিন্দু সুরিয়াভান্ডারা, সাদিশা রাজাপাকসা, মোহোম্মেদ শিরাজ, কাভিন্দু নাদিশান, চামিন্দু উইজাসিংহে, জেফরে ভেন্ডারসে, ইউরি কোত্থিগোডা, টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ডুয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), সিন উইলিয়ামস (জিম্বাবুয়ে), জাহুর খান (পাকিস্তান), মুজিব উর রহমান (আফগানিস্তান)।