অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনার থাবা!
মাঠে গড়াচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন সময়েই করোনা শনাক্ত হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটারের। যুব বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় ভারত। কিন্তু ম্যাচের আগে করোনা টেস্টের ফলাফলে করোনা পজিটিভ আসে অধিনায়ক যশ ধূল, সহ-অধিনায়ক শাইখ রাশিদ, সিদ্ধার্থ যাদব, মানাব পারেক্ষ, বাসু ভাট ও আরাধ্য যাদবের। তাদের ৬ জনকেই …