কানে পানি গেলে কি করনীয় জেনে নিন!
কানে পানি গেলে কি করনীয় – কানে পানি যাওয়া একটি সাধারণ সমস্যা এবং প্রায়শই এই ধরণের সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে। যদিও ছোটদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়, তবে বড়দেরও মাঝে মাঝে এমন বিব্রতকার পরিস্থিতির স্বীকার হতে হয়। তাছাড়া কানে পানি গিয়ে কান পাকা বা কানের ইনফেকশন হওয়ার মত ঘটনাও ঘটে থাকে। তাই কানে পানি …