পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্সকে ৫ উইকেটে হারিয়েছে পেশাওয়ার জালমি!
১ম ইনিংস: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পেশাওয়ার জালমি অধিনায়ক শোয়েব মালিক। টস হেরে ব্যাটিং করতে নেমে কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্সের দুই ওপেনার আহসান আলি এবং উইল স্মিদ দলকে দারুণ একটা শুরু এনে দেন। প্রথম ওভার থেকেই চার ছক্কার ঝড় তুলেন কোয়াট্টার এই দুই ওপেনার। পাওয়ার-প্লেতেই কোয়েট্টা সংগ্রহ করে বিনা উইকেটে …