সাবেক অনূর্ধ্ব -১৯ ক্রিকেটারের আত্মহত্যা-
শনিবার রাতে রাজশাহীর নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন বাংলাদেশের অনূর্ধ্ব -১৯ এর সাবেক খেলোয়াড় সজিবুল ইসলাম সজিব। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমোত আলী সাংবাদিক দের জানান, তারা রবিবার প্লেয়ারের কক্ষ থেকে লাশ উদ্ধার করে। ‘গতরাত শনিবার সজিব নৈশভোজ না গিয়ে নিজেকে ঘরে আটকে রেখেছিলেন। সকালে, তার বাবা সকাল ৯ টার দিকে তাকে জাগাতে যান এবং …