জিমের সরঞ্জাম – নিজেই তৈরি করুন হোম জিম!
জিমের সরঞ্জাম – স্বাস্থ্যই সকল সুখের মূল, এই চিরন্তন সত্যটি আমরা সবাই জানি। আর স্বাস্থ্য ভাল রাখতে হলে শরীরকে ফিট রাখা জরুরী। প্রতিদিন সময় বের করে নিয়মিতে জিমে যাওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তাই কেমন হয় যদি এই জিমের সরঞ্জামগুলো আমরা বাড়িতে রেখে সুবিধামতো সময়ে ব্যবহার করি? নিঃসন্দেহে এটি সবচেয়ে সুবিধাজনক ও কার্যকর …